বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় দুই ঘোল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

উল্লাপাড়ায় দুই ঘোল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

 

উপজেলায় পঞ্চক্রোশী ইউনিয়নে সলপ রেলস্টেশন বাজার এলাকার দুই ঘোল ব্যবসায়ীকে অর্থদন্ড(জরিমানা) করেছেন ভোক্ত সংরক্ষণ অধিদপ্ত।  ৯সেপ্টেম্বর দুপরে উপজেলার সলপ রেলস্টেশন বাজারের দুই সলপ দই ঘর ও সাদেক খাঁন দই ঘর নামক দুটি প্রতিষ্ঠানের মালিক মোঃ আব্দুল মালেক ও মোঃ আব্দুল খালেক নামের দুই ঘোল ব্যবসায়ীকে আট হাজার টাকা অর্থদন্ড (জরিমানা) করেন ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান।

 ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ কাযার্লয়ের সহকারি পরিচালক মোঃ মাহমুদুর রহমান জানান সরজমিনে গিয়ে দেখা যায় সলপ দই ঘর ও সাদেক খাঁন দই ঘর দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল,দই তৈরী করে খোলাবস্থায় বিক্রি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে (৪০০০+৪০০০)=৮০০০ আট হাজার টাকা অর্থদন্ড(জরিমানা) করা হয়।

এ সময় উল্লাপাড়া স্বাস্থ্য বিভাগের নিরাপদ খাদ্য কর্মকর্তা এস. এম. শহিদুল ইসলাম রন্টু, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আলী আহমেদ রতন ও উল্লাপাড়া মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। স্যানিটারি ইন্সপেক্টর আলী আহমেদ রতন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোকিত সিরাজগঞ্জ