মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত, গুরুতর আহত ১

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত, গুরুতর আহত ১

সংগৃহীত

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের প্রদীপ (৪৫) নামের বলে জানা গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) ভোর সাড়ে ৬ টার দিকে শালফা নামকস্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখতে না পেরে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। অপর যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সূত্র: Facabook

সর্বশেষ: