বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সিরাজগঞ্জে এনএনএফ’র বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জে এনএনএফ’র বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সংগৃহীত

ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ) সিরাজগঞ্জ শাখার উদ্যোগে ‘সায়েন্টিফিক সেমিনার অন লিগ্যাল অ্যান্ড এথিক্যাল ইস্যুজ অব নার্সিং’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করাহয়েছে। শনিবার (২৩ আগস্ট) সিরাজগঞ্জ শহরে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নার্সিং কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসাইন। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন নার্সিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নার্সিং কর্মকর্তা মো. আল মাহমুদ। তিনি নার্সদের নৈতিক, আইনগত বিধি-বিধান সংক্রান্ত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরেন। এ ছাড়াও আমন্ত্রিত বক্তা, বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা নার্সিং পেশায় আইন ও নীতিশৃঙ্খলা রক্ষার গুরুত্ব উল্লেখ করে তাদের মূল্যায়ন তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এনএনএফের কেন্দ্রীয় আহ্বায়ক ও এসটিএস নার্সিং কলেজ, ঢাকার ভাইস প্রিন্সিপাল ডা. মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, ‘নার্সদের সেবার মান শুধুমাত্র দক্ষতায় নির্ভর করে না, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধও সমান গুরুত্বপূর্ণ। রোগীর সেবায় গুণগত মান নিশ্চিত করতে হবে আমাদের।’

তিনি আরও বলেন, ‘ন্যাশনাল নার্সেস ফোরাম সবসময় চায় এমন এক নার্স সমাজ গড়ে উঠুক যারা সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক ও দেশপ্রেমিক।’

অনুষ্ঠানের সভাপতি নার্সিং কর্মকর্তা মো. আ. মমিন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ন্যাশনাল নার্সেস ফোরামের পাশে থেকে নার্সিং পেশার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সেমিনারে এনএনএফের কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের প্রতিনিধিত্বকারী প্রফেশনাল ম্যাগাজিন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় বিএনএ প্রতিনিধি, উপজেলা পর্যায়ের নার্স, সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তারা এবং নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ: