
সংগৃহীত
ভ্রমণ শুধু বিনোদনের উপলক্ষ নয়। ভ্রমণের মাধ্যমে শরীর, মন সতেজ হয়। ইসলামে ভ্রমণে উৎসাহিত করা হয়েছ। পবিত্র কোরআনেও আল্লাহ তায়ালা ভ্রমণের কথা বলছেন। ভ্রমণের প্রতি উৎসাহিত হওয়ার দশটি কারণ তুলে ধরা হলো—
১. সম্পর্কের নতুন দিগন্ত
কোথাও ভ্রমণে গেলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়। তাদের সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কেও জানা যায়। নতুন মানুষ, নতুন সংস্কৃতি সম্পর্কে জানা ইসলামেরই শিক্ষা।
বিজ্ঞাপন
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার। (সুরা হুজরাত, আয়াত :১৩)
নতুন মানুষ ও সংস্কৃতির সংস্পর্শে এলে যোগাযোগ দক্ষতা বাড়ে, নতুন বন্ধু পাওয়া যায়, আর পুরনো সম্পর্কেও আসে দৃঢ়তা ও পরিপক্বতা।
বিজ্ঞাপন
২. একঘেয়েমি দূর হয়
জীবনে কখনো কখনো স্থবিরতা আসে, শরীর-মন ক্লান্ত হয়ে পড়ে। এমন সময় নতুন উদ্দীপনার সহায়ক হতে পারে ভ্রমণ। নতুন দৃশ্য, অভিজ্ঞতা মস্তিষ্ককে সতেজ করে, সৃষ্টিশীল চিন্তার জন্ম দেয়। ভ্রমণ মানুষকে অজানাকে মেনে নেওয়ার মানসিকতা শেখায়—যা জীবনের প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দারুণ সহায়ক।
৩. স্বপ্ন বাস্তবে রূপ পায়
একটি ভ্রমণের পেছনে থাকে পরিকল্পনা, অপেক্ষা আর পরিশ্রম। গন্তব্যে পৌঁছানোর পর মানুষ বুঝতে পারে— নিজের ওপর আস্থা থাকলে স্বপ্ন পূরণ সম্ভব। এতে আত্মবিশ্বাস বাড়ে, লক্ষ্য অর্জনের ক্ষমতা জোরদার হয়।
৪. মনের প্রশান্তি মেলে
অনেকে সাময়িকভাবে বাস্তবতা থেকে দূরে থাকতে ভ্রমণ করেন, কিন্তু প্রকৃত ভ্রমণ মানুষকে কৃতজ্ঞ করে তোলে। অন্য সংস্কৃতিতে গিয়ে আমরা বুঝি, আল্লাহ আমাদের কত নেয়ামত দিয়েছেন। এতে নিজের জীবনের প্রতি সন্তুষ্টি ও তৃপ্তি ফিরে আসে।
৫. দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়
ভ্রমণের মাধ্যমে মানুষ বুঝতে পারে সে কত কম জানে। নতুন স্থান ও মানুষের সংস্পর্শে এসে বিশ্ব সম্পর্কে ধারণা গভীর হয়। আল্লাহ তায়ালা কোরআনে নির্দেশ দিয়েছেন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর, অতঃপর দেখ’ কীভাবে তিনি সৃষ্টির সূচনা করেছিলেন। (সুরা আনকাবুত, আয়াত :২০)
তাই ভ্রমণ শুধু আনন্দ নয়, আল্লাহর সৃষ্টির নিদর্শন নিয়ে চিন্তা করারও এক অপূর্ব উপায়।
৬. জীবনে নতুন স্মৃতি
প্রত্যেক ভ্রমণেই থাকে রোমাঞ্চ, বিপত্তি আর আনন্দের স্মৃতি। এসব অভিজ্ঞতা জীবনকে রঙিন করে তোলে। পরিবার-বন্ধুদের সঙ্গে সেই গল্প শেয়ার করা কিংবা একা একা স্মৃতিচারণ—সবই আনন্দের অংশ।
৭. নিজের সীমানা ছাড়িয়ে চ্যালেঞ্জ নেওয়া
অচেনা পথে বের হওয়া মানে নিজেকে নতুনভাবে চেনা। ভ্রমণ মানুষকে নিজের শক্তি, দুর্বলতা ও ধৈর্যের সীমা সম্পর্কে সচেতন করে। এই আত্ম-অনুধাবনই জীবনের আসল শিক্ষা।
৮. বাস্তব শিক্ষা লাভ
নতুন জায়গায় গেলে অনেক কিছু শিখতে হয়—কখনো ভাষা, কখনো আচরণ, কখনো বেঁচে থাকার কৌশল। ভ্রমণের মাধ্যমে এসব শিক্ষা বাস্তব জীবন থেকে অর্জন হয়।
৯. আত্মবিশ্বাস বাড়ে
ভ্রমণে গেলে এবং বিশেষ করে একা ভ্রমণে গেলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায়। ভ্রমণ শেখায়—নিজের ওপর ভরসা রাখা যায়, সমস্যা সমাধান করা যায়। একবার সাহস করে বের হয়ে পড়লে, পরবর্তী যাত্রাগুলো হয়ে ওঠে আরও সহজ ও আত্মবিশ্বাসী।
১০. নতুন খাবারের জগৎ
ভ্রমণের অন্যতম মজার দিক হলো নতুন খাবার চেখে দেখা। খাবার হলো একটি জাতির সংস্কৃতি ও আবেগের প্রতিফলন। ভিন্ন দেশের রান্না বুঝতে পারলে সেই জাতিকেও বোঝা সহজ হয়—আর স্বাদে তৃপ্তি তো থাকেই।
ভ্রমণের আনন্দ পেতে দূর দেশে যেতে হবে—এমন নয়। নিজের শহর থেকে কয়েক শ কিলোমিটার দূরেও পাওয়া যায় নতুন অভিজ্ঞতা, নতুন মানুষ, নতুন গল্পের সঙ্গে পরিচিত হওয়া যায়।
সূত্র: ঢাকা পোষ্ট