মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

পূজায় নিজেকে সতেজ দেখানোর গুরুত্বপূর্ণ কিছু টিপস

পূজায় নিজেকে সতেজ দেখানোর গুরুত্বপূর্ণ কিছু টিপস

 
সামনেই আসছে পূজা। তাই নিজেকে সাজাতে নারীদেরও ব্যস্ততার শেষ নাই। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেকোনো উৎসবেই নিজেকে সতেজ দেখানো। কিন্তু এর জন্য জানা প্রয়োজন সতেজ দেখনোর কিছু টিপস। যা আপনার সাজে নিয়ে আসবে সতেজতা। চলুন তবে জেনে নেয়া যাক সেই টিপসগুলো-  

১. উৎসবের আগের রাতেই শ্যাম্পু করে রাখা জরুরি। শ্যাম্পু করার আগে নারিকেল তেল একটু গরম করে মাথায় ভালো করে ম্যাসাজ করতে হবে। তারপর একটা তোয়ালে দিয়ে ৩০ মিনিট ঢেকে রেখে শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পুর পরে চুলটা একটু শুকনো হলে হেয়ার সিরাম লাগিয়ে নিলে পরের দিন চুলটা খুব সিল্কি আর সফট লাগবে।

২. রাতে মুখ পরিষ্কার করে টোনার লাগানোর পরে আন্ডার আই ক্রিম লাগিয়ে নিন। এরপরে নাইট ক্রিম লাগিয়ে নিন। এতে পরের দিন চোখের তলায় কোন কালি পড়বে না আর মুখটা খুব স্মুথ দেখাবে। তাছাড়া টক দই দিয়ে মুখ ধুতে পারেন। টক দই মুখকে উজ্জ্বল করে তোলে।

৩. সকালে যে পোশাক, গয়না পরবেন সেটা আগে থেকেই রেডি রাখু্ন। নাহলে সকালে কিন্তু সব ভুল হবার সম্ভবনা থেকে যাবে।

৪. সকালে মেকআপের জন্য খুব বেশি ডার্ক বেইস মেকআপ করবেন না। একটু ফেস প্রাইমার লাগিয়ে তারপরে একটু ম্যাট ফাউন্ডেশন লাগান। তার ওপরে মিনেরাল ফেস পাউডার লাগিয়ে নিন। এই রুটিনটা মেনে চললে ঘাম হলেও মেকআপ গলে যাবার সম্ভাবনা থাকে না। বেইস মেকআপ অর্থাৎ ফাউন্ডেশন লাগাবার আগে মুখে একটু বরফ দিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন তাহলে মুখে ঘাম হবে না।

৫. চোখের মেকআপের জন্য কালো আইলাইনার ছাড়াও লাগাতে পারেন অন্য রঙের আই লাইনার। দিনের বেলাতে লাগাতে পারেন নীল রঙের আইলাইনার। যাদের চোখের রঙ একটু বাদামি তাদের সবুজ রঙের আইলাইনার পরলেও খুব ভালো লাগবে। এটা চোখকে খুব কমপ্লিমেন্ট করবে। আর রাতের জন্য কালো আইলাইনারের উপরে অরেঞ্জ আইলাইনার দিয়ে একটা লাইন করতে পারলে সেটা একটা গরজিয়াস পার্টি লুক এনে দেবে।

৬. চোখের পাতা মানে আইল্যাসে মাস্কারা লাগানোর আগে একটু ক্রিম প্রাইমার লাগিয়ে নিয়ে মাস্কারা দিন। তাহলে সেটা আইল্যাসকে আরো প্রমিনেন্ট করে তুলবে আর মাস্কারা অনেক্ষণ থাকবে।

৭. ঠোঁটে অবশ্যই প্রাইমার লাগাবেন। উৎসবের দিনটায় ন্যুড শেডের লিপস্টিক ঠিক মানাবে না। তাই স্পেশাল দিনটায় ডার্ক রঙ যেমন লাল, ডার্ক পিঙ্ক, অরেঞ্জ এই রঙ গুলো বেস্ট লাগবে। লাইট রঙ পরতে চাইলে পার্পল, ভায়োলেট,বারগেন্ডি এই রঙ গুলো ভালো লাগবে। তবে ঠোঁটে ডার্ক রঙের লিপস্টিক পরে বাকি মেকআপ টাকে সিম্পল রাখতে পারেন। এতে আপনাকে সবার থেকে আলাদা ও স্পেশাল দেখাবে।

৮. নিজের বডি ক্রিমের সঙ্গে ফাউন্ডেশন লাগিয়ে হাতে পায়ে গলায় লাগিয়ে নিন। এতে একটা ইভেন টোন পাবেন।

৯. যদি নখ খুব পাতলা বা ভেঙে যাবার সম্ভাবনা থাকে তাহলে উৎসবের  আগের রাতে নখে তাজা রসুন ঘষে নিতে পারেন এতে নখ ভাঙার সম্ভাবনা কমে যায়।

১০. সারাদিনের উৎসবে চুল নষ্ট হয়ে যেতে পারে। তাই চুল যেভাবেই বাঁধুন না কেন শেষে একটু হেয়ার স্প্রে লাগিয়ে নিলে চুল একদম সেট থাকবে। হেয়ার স্প্রে না থাকলে হেয়ার জেল আর পানি একসঙ্গে মিশিয়ে নিয়ে লাগালেও চুল সেট থাকবে।

১০. সবচেয়ে জরুরি হলো সারাদিন প্রচুর পরিমাণে পানি খেতে হবে। নাহলে কিন্তু নিজেকে খুব শুকনো দেখাবে। আর্দ্রতা চলে গেলে কিন্তু নিজেকে খুব কালো দেখাবে। পানি ছাড়াও লাচ্ছি, জুস এগুলো খেলে শরীরের আর্দ্রতা বজায় থাকবে আর সারাটাদিন আপনাকে খুব সতেজ দেখাবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ