ইউক্রেনের বিমান বাহিনী সোমবার ওডেসা অঞ্চলের দানিউব নদীর ওপর ইউক্রেনের প্রধান দুটি শস্য রফতানিকারক বন্দরগুলির মধ্যে একটি ইজমাইল বন্দরের বাসিন্দাদের আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে রাশিয়া ইউক্রেনের শস্য রফতানিকারক বন্দরে হামলা চালাল। এরদোয়ানের সঙ্গে বৈঠকে কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য পরিবহন চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের কিছু গণমাধ্যম ওই এলাকায় বিস্ফোরণের শব্দের খবর দিয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ ছিল। জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তি করে দুই দেশ। চুক্তির পর লাখ লাখ টন শস্য রপ্তানি করেছে ইউক্রেন। ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে রুশ নৌবহরে ড্রোন হামলার পর চুক্তিটি স্থগিত করে মস্কো। এর ফলে বিশ্বজুড়ে নতুন করে খাদ্যসংকট শুরু হয়েছে।
আলোকিত সিরাজগঞ্জ