শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

বক্স অফিসে কত আয় করল ‘দ্য বেঙ্গল ফাইলস’

বক্স অফিসে কত আয় করল ‘দ্য বেঙ্গল ফাইলস’

সংগৃহীত

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এমন সময়ে মুক্তি পাওয়া 'দ্য বেঙ্গল ফাইলস' ছবিটি জন্ম দিয়েছে ব্যাপক বিতর্কের। অনেকেই অভিযোগ করেছেন, ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ইতিহাসকে বিকৃত করে ভোটের আগে ধর্মীয় উস্কানি ছড়াচ্ছেন। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের ইতিহাস নিয়ে নির্মিত এই সিনেমাটি সেখানেই মুক্তি পায়নি। অথচ ভারতের অন্যান্য রাজ্যে এটি প্রেক্ষাগৃহে বেশ ভালোভাবেই চলছে। চলুন দেখে নেওয়া যাক, মুক্তির পর বক্স অফিসে ছবিটি কেমন আয় করলো।

সিনেমাটির প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, ষষ্ঠ দিনে 'দ্য বেঙ্গল ফাইলস'-এর সংগ্রহ প্রায় ৮৮ লাখ রুপি। ছবিটি ভারতের বক্স অফিসে মোট ৯.৮২ কোটি রুপি আয় করেছে। 

বিতর্কিত 'ফাইলস' ট্রিলজির শেষ কিস্তি হলো 'দ্য বেঙ্গল ফাইলস', যার আগের দুটি ছবি ছিল 'দ্য তাশখন্দ ফাইলস' ও 'দ্য কাশ্মীর ফাইলস'। 'দ্য বেঙ্গল ফাইলস' ছবিটি বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় ও শেষ কিস্তি।

ছবিটিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাসের মতো জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন। ছবিটি ১৯৪৭ সালের দেশভাগের পর পশ্চিমবঙ্গের হিন্দুদের ওপর নির্যাতনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বলে নির্মাতাদের দাবি।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম: