সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আরো সাসপেন্স এবং যৌনতা নিয়ে আসছে রাগিনী এমএমএস!

আরো সাসপেন্স এবং যৌনতা নিয়ে আসছে রাগিনী এমএমএস!

রাগিনী এমএমএস এবং রাগিনী এমএমএস রিটার্নসের তুমুল সাফল্যের পর ফের একবার রাগিনীর নতুন ঝলক নিয়ে ময়দানে হাজির অল্ট বালাজি টিম। এবারের সিরিজের নাম রাগিনী এমএমএস রিটার্নস টু। আগের ছবিগুলির মতোই এই ছবিতেও থাকবে যৌনতা, রহস্য এবং ভরপুর বিনোদন। সিরিজের নির্মাতারা শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি টিজার শেয়ার করেছেন। তারপর থেকেই দর্শকের নজর কেড়েছে টিজার। 

সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে অল্ট বালাজির তরফে জানানো হয়েছে, এই গল্প এবার আরো উষ্ণ-সাহসী হতে চলেছে, কারণ রাগিনী ফিরে এসেছে। প্রসঙ্গত, ‘রাগিনী এমএমএস’ সিরিজের এর আগে ২ টি সিনেমা ছিল। এই দুটি ছবিই ছিল বেশ সাহসী। ছবিতে যৌনতাকে অন্যভাবে তুলে ধরা হয়। তবে তাকেও ছাপিয়ে যাবে এই ওয়েব সিরিজ বলে দাবি নির্মাতাদের। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: