সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

`ডন থ্রি` নির্মাণের পরিকল্পনাও হয়নি, অমিতাভ-শাহরুখ তো অনেক দূর

`ডন থ্রি` নির্মাণের পরিকল্পনাও হয়নি, অমিতাভ-শাহরুখ তো অনেক দূর

বলিউড দুই বাদাশহ অমিতাভ বচ্চন ‘ডন থ্রি’ এর মাধ্যমে একসঙ্গে পর্দায় আসছে- এমন গুঞ্জন চলছে গত কয়েকদিন ধরে। মূলত অমিভাভ বচ্চনের এক টুইটের কারণে এমন গুঞ্জন ডালপালা ছড়ায়। কিন্তু সে গুঞ্জননের এবার উড়িয়ে দিয়ে খবর প্রকাশ করল বলিউডভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামা।

গণমাধ্যমটির বিশেষ প্রতিবেদন, আপাতত ‘ডন থ্রি’ সিনেমা নির্মাণের কোনও পরিকল্পনা নেই প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের। প্রতিষ্ঠানটির কর্ণধার এবং সিনেমাটি চিত্রনাট্যকার ও পরিচালক ফারহান আখতারের এক ঘনিষ্ঠ বন্ধু এই তথ্য নিশ্চিত করেছেন বলে পোর্টালটির দাবি।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন, একসঙ্গে শাহরুখ-অমিতাভ ‘ডন থ্রি’তে থাকছেন কি না, এমন প্রশ্নে ওই বন্ধু হাসি থামাতে পারছিলেন না। হাসি থামিয়ে উলটো প্রশ্ন ছুঁড়েছেন, এটা কোথা থেকে এলো?

সূত্রটি জানিয়েছে, ‘আমরা বুঝি, দুই ডন তারকা একসঙ্গে সিনেমায় থাকলে ভালো গল্প তৈরি করবে। কিন্তু দুঃখিত; একসঙ্গে কাস্ট করার পরিকল্পনা তো বহু দূরে, ফারহানের কাছে পরবর্তী ডন সিনেমার গল্পের প্লট সম্পর্কেও ধারণা নেই।’

সূত্রটি নিশ্চিত করে জানিয়েছে, ‘২০১১ সালের পর ফারহান আর কোনও সিনেমা পরিচালনা করেননি। ১১ বছর পর তিনি নতুন একটি সিনেমা পরিচালনা করার পরিকল্পনা করছেন। ডন নিয়ে এসব গুজব তাঁর ভয় ধরাচ্ছে, সেই সঙ্গে মজাও নিচ্ছেন।’

সম্প্রতি অমিতাভ বচ্চন অন্তর্জালে একটি ছবি পোস্ট করেছেন, সেখানে তাঁকে ‘ডন’ সিনেমার পোস্টারে স্বাক্ষর করতে দেখা যাচ্ছে। আর পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ। ক্যাপশন জোড়া হয়েছে, ‘একই শিরায় ক্রমাগত বহমান... ডন’।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা