শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

চীনে আবারও বাড়ল করোনার সংক্রমণ, বেশিরভাগই বহিরাগত

চীনে আবারও বাড়ল করোনার সংক্রমণ, বেশিরভাগই বহিরাগত

চীনে আবারও বেড়েছে নতুন শনাক্ত করোনা রোগীর সংখ্যা। শুক্রবার ছয়জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্তের কথা জানিয়েছিল দেশটি। তবে গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় দ্বিগুণ।

শনিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন প্রকাশিত তথ্যমতে, দেশটিতে নতুন করে আরও ১২ জনের শরীরে নভেল করোনাভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে ১১ জনই বহিরাগত। গতকাল সেখানে মাত্র দুই জন বহিরাগত রোগী শনাক্ত হয়েছিল।

এদিকে, নতুন আরও ২৯ জন উপসর্গহীন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছে চীন। গতকাল এ ধরনের ৩৪ জন রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে। নতুন রোগীদের মধ্যে অন্তত চারজন বহিরাগত।

চীনে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৮১৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় আর কোনও প্রাণহানি হয়নি। ফলে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩২ জনই রয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: