৯ দিন পর হাজার কোটির নিচে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ সেপ্টেম্বর) সবগুলো মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির সবগুলো সূচক ১ শতাংশের বেশি কমেছে। আগের দিন সবগুলো সূচক দুই শতাংশের কাছাকাছি কমেছিল। আজ এক্সচেঞ্জটির লেনদেন টানা ৯ কার্যদিবস পর হাজার কোটির নিচে নেমেছে। তার চেয়ে বড় বিষয় হলো, মাত্র দুই দিনেই ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকার বেশি।