বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

সৌদি আরব

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে ১.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে ১.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে

সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে (বিপিসি) ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের একটি চুক্তি করেছে সৌদি আরবের প্রতিষ্ঠান দ্য ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)।

সোমবার (২৫ মার্চ) এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি।

আইটিএফসি হলো সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের একটি অংশ। জানা গেছে, বাংলাদেশের জ্বালানি খাতকে আরো শক্তিশালী করাই মূলত এই বিনিয়োগ চুক্তির লক্ষ্য।

সৌদি প্রেস এজেন্সি বলেছে, ‘এই চুক্তিটি দুই পক্ষের মধ্যে সফল দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের একটি প্রমাণ এবং এই অর্থায়ন পরিকল্পনা দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য শক্তি নিরাপত্তা নিশ্চিত করবে।’

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: