সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ, শিশু আহত

চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ, শিশু আহত

সংগৃহীত

কক্সবাজারগামী যাত্রীবাহী ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ লক্ষ্য করে দুষ্কৃতকারীদের ছোড়া পাথরের আঘাতে ৯ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) ট্রেনটি কক্সবাজারের রামু অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, হঠাৎ করে ট্রেনের একটি জানালার দিয়ে বাইরে থেকে পাথর ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা শিশুটির শরীরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ট্রেনে থাকা যাত্রী ও স্বজনরা শিশুটিকে প্রাথমিক সেবা দেন।

ট্রেনে থাকা কক্সবাজারের এক বাসিন্দা জানান, পাথরটি আকারে ছোট হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। শিশুটির আঘাত গুরুতর নয়।

কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, এমন একটা ঘটনা শুনেছি, তবে এটি নতুন নয়। অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রেন চলাকালীন প্রায় এমন আচরণ করে থাকে, এজন্য ট্রেনে অডিওবার্তা দিয়ে যাত্রীদের সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়। বিপদ থেকে রক্ষা পেতে সেই নির্দেশনা জরুরি। 

ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও ট্রেনটি স্বাভাবিকভাবেই যাত্রা অব্যাহত রেখে যথাসময়ে গন্তব্যে পৌঁছেছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

ইফতিয়াজ নুর নিশান/আরকে

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: