শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ভূমির নানা সমস্যা সমাধানে সব বিভাগের সঙ্গে মন্ত্রণালয়ের সেমিনার

ভূমির নানা সমস্যা সমাধানে সব বিভাগের সঙ্গে মন্ত্রণালয়ের সেমিনার

ভূমি ব্যবস্থাপনার নানা সমস্যা সমাধানে করণীয় ঠিক করতে সব বিভাগের ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সেমিনার করছে ভূমি মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে গত ২৭ সেপ্টেম্বর রংপুর বিভাগের সঙ্গে সেমিনারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কাছে সেমিনারের সূচি জানিয়ে দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ভূমি ব্যবস্থাপনায় নানাবিধ সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে মাঠ প্রশাসনের ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা তথা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রেভিনিউ ডেপুটি কালেক্টর, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়ে সংযুক্ত কর্মসূচি অনুযায়ী বিভাগভিত্তিক ভার্চুয়াল সেমিনারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত ১৩ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে ভূমি মন্ত্রণালয় থেকে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, বিনিময় সম্পত্তি, খাসজমি, ভূমি অধিগ্রহণ, বনভূমির জমি, বালুমহাল, ইজারা, পার্বত্য জেলার ভূমি সমস্যাসহ ভূমি ব্যবস্থাপনার নানাবিধ সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে সেমিনার আয়োজন করতে বলা হয়েছে।

সেমিনারে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান এবং মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

১ অক্টোবর রাজশাহী, ৪ অক্টোবর বরিশাল, ৮ অক্টোবর খুলনা, ১১ অক্টোবর ময়মনসিংহ, ১৫ অক্টোবর সিলেট, ১৮ অক্টোবর চট্টগ্রাম এবং ২২ অক্টোবর ঢাকা বিভাগের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: