• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

একসঙ্গে তিন সন্তানের বাবা হলেন পুলিশ সদস্য

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

‘স্ত্রীর আলট্রাসনোগ্রাম করে জানতে পারি একটি বা দুইটি নয় তিন তিনটি সন্তানের বাবা হতে যাচ্ছি। প্রথমে খুশি হয়েছিলাম, পরে স্ত্রী ও অনাগত সন্তানদের স্বাস্থ্যের কথা ভেবে ভয়ও পেয়ে যাই। আলট্রাসনোগ্রামে জানতে পারি স্ত্রীর গর্ভে দুই মেয়ে ও এক ছেলে। জন্মের পর তিন নবজাতক ভালো আছে।’ এভাবে বলছিলেন জয়পুরহাটে কর্মরত পুলিশ সদস্য শাহ মাশকুরুল হক। 

গত ১১ সেপ্টেম্বর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন মাশকুরুলের স্ত্রী তানজিনা আক্তার তন্নি। শাহ মাশকুরুল হক বগুড়া সদর উপজেলার বারপুর উত্তরপাড়ার মৃত মুঞ্জুরুল হকের ছেলে। 

শজিমেক হাসপাতাল সূত্র জানায়, অস্ত্রোপচারের পর তন্নির কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি। মাসহ তিন নবজাতক সুস্থ রয়েছে। শনিবার বিকেলে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তিনটি বাচ্চা একসঙ্গে গর্ভে থাকায় স্বাভাবিক এর চেয়ে ওজন একটু কম। তাই ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতিতে যত্ন নিতে পরামর্শ দেওয়া হয়েছে।  

পুলিশ সদস্য শাহ মাশকুরুল হক জানান, তিন বছর আগে পারিবারিকভাবে তন্নির সঙ্গে তার বিয়ে হয়। এই বছরের জানুয়ারিতে তার স্ত্রী গর্ভধারণ করেন। গত ১০ সেপ্টেম্বর সকালে উচ্চ রক্তচাপ ও খিঁচুনি শুরু হলে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন সকালে তন্নি এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন। 

তিনি বলেন, পরিবারের সবাই অনেক খুশি। তানজিনা আক্তার তন্নি বলেন, ‘প্রথম থেকেই ভয়ে ছিলাম। তবে পরিবারের সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করেছেন। সন্তানরা সুস্থ আছে, এরচেয়ে আর কিছু চাওয়ার নেই। ওদের দিকে তাকাতেই মন জুড়িয়ে যায়। এখন মনে হয়, কাকে রেখে কাকে কোলে নেব।’ 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক যাকারিয়া রনি বলেন, ১১ সেপ্টেম্বর তান্নি তিন নবজাতক জন্ম দেন। বাচ্চাদের ওজন একটু কম থাকলেও শঙ্কার কিছু নেই।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ