সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বপন প্রামানিক (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কামারখন্দ উপজেলার বিয়ারা গ্রামের মোঃ বাবুল প্রামানিকের ছেলে।
রোববার দুপুরে (২১জুন) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান।
প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সূবর্নাসারা গ্রামে সূবর্নসারা গ্রামের মৃত.আমজাদ হোসেনের ছেলে মোঃ রুহল আমিনের বসত বাড়ীর উত্তর পাশে পাকা রাস্তার উপর বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয় করছে এমন খবর পেয়ে সেখানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয় এবং মাদক কাজে ব্যবহৃত ১ টি মোবাইল, ১ টি সিম উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বেলকুচি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।