মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

শ্লীলতাহানি ও মারধরের পরও স্বামীর কাছেই ফিরলেন পুনম

শ্লীলতাহানি ও মারধরের পরও স্বামীর কাছেই ফিরলেন পুনম

বলিউডে সম্প্রতি ঘটে গেলো এক কাণ্ড। কিছুদিন আগে পুনম পান্ডে নিজেই তার স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন এবং তাকে গ্রেফতার করান।  

তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শ্যাম বম্বের হাতে মারধর খাওয়ার পরও সেই বরের কাছেই ফিরলেন পুনম পান্ডে! নিজের ইনস্টাগ্রামে শ্যাম বম্বে ফের পুনমের সঙ্গে বিয়ের একটি হাসখুশি ছবি পোস্ট করেছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে পুনম জানিয়েছেন, ''আমরা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সবকিছু ঠিক করে নিচ্ছি।'' পুনমের কথার প্রসঙ্গ ধরেই শ্যাম বম্বে বলেন, ''আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, আমরা আবারো একসঙ্গেই থাকছি''। ফের পুনম বলেন, ''আসলে কী জানেন, আমরা দুজন দুজনকেই খুব ভালোবাসি। একে অপরের প্রেমে পাগল, তাই সবকিছু মিটিয়ে নিতেই হবে।''

শ্যাম বম্বে জানান, তারা খুব শীঘ্রই গোয়া থেকে মুম্বাই ফিরবেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: