মেসিদের খেলার ধরনই বদলে দেবেন বার্সার নতুন কোচ!
আলোকিত সিরাজগঞ্জ
প্রকাশিত: ২১ আগস্ট ২০২০

তিকিতাকা। স্প্যানিশ ফুটবলে মাঠে ফুল ফোটানোর একটি তত্ব। পেপ গার্দিওলা ছিলেন এই তত্বের জনক। তিকিতাকা আরও আগে আবিস্কার হলেও এই তত্ব সফলভাবে প্রয়োগ করেছিলেন গার্দিওলা। তার থেকে লুইস আরাগোন্স কিংবা ভিসেন্তে দেলবস্ক। শেষের দুই জনের হাত ধরে দুটি ইউরো এবং একটি বিশ্বকাপ জয় করেছিল স্পেন। স্রেফ তিকিতাকা দিয়েই প্রতিপক্ষকে বিভ্রান্ত করে বিশ্ব মাতিয়েছিল স্প্যানিশ ফুটবল।
কিন্তু জার্মানির পাওয়ার ফুটবলের কাছে তিকিতাকা এখন পর্যদুস্ত। ব্রাজিলের জোগো বোনিতো যেমন পর্যদুস্ত হয়েছিল, ঠিক তেমনি ১৫ আগস্ট রাতে পর্তুগালের রাজধানী লিসবনের এস্টাডিও দা লুজে তিকিতাকার সমাধি রচনা করে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ৮-২ গোলের বিশাল ব্যবধানে বার্সাকে বিধ্বস্ত করে।
পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখেও ছিলেন। কিন্তু তিকিতাকা তিনি সঙ্গে করে নিয়ে যাননি। এখন আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটিতে। সেখানেও তিকিতাকার আমদানি ঘটেনি। মোটকথা, তিকিতাকা যেন বার্সার একক সম্পত্তি ছিল। গার্দিওলার পর টিটো ভিলানোভা (ক্যান্সারের কারণে প্রয়াত), টাটা মার্টিনো, লুইস এনরিকে, আর্নেস্তো ভালভার্দে কিংবা সদ্য বরখাস্ত হওয়া সিসে সেতিয়েন- সবাই চেষ্টা করেছিলেন বার্সার এই ফুটবল মেথডের সঙ্গে নিজেদের চিন্তা এবং দর্শনের মিল ঘটাতে। শেষ পর্যন্ত কেউ সফল হয়েছেন, কেই হতে পারেননি।
এবার যখন তিকিতাকার পুরো সমাধি রচিত হয়ে গেলো, তখন বার্সার ফুটবল দর্শন কি হবে? কোচ সিসে সেতিয়েনকে বিদায় করে বার্সা ঘরের ছেলে রোনাল্ড কোম্যানকে নিয়ে এসেছে নেদারল্যান্ডস থেকে। ডাচ জাতীয় ফুটবল দলের কোচ থেকে কোম্যান এখন বার্সার কোচ।
লিওনেল মেসিদের দায়িত্ব নেয়ার পর তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলটাকে, পূণর্গঠন করা, ঢেলে সাজানো। সেটা করতে গিয়েই সম্ভব, ন্যু ক্যাম্পের দলটির ফুটবল দর্শন পুরোপুরি বাতিল করে দিতে চলেছেন কোম্যান। ইয়োহান ক্রুয়েফের আবিস্কার করা টোটাল ফুটবলটাকেই ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনতে চান কোম্যান।
ইয়োহান ক্রুয়েফ শুধু ডাচ লিজেন্ডই ছিলেন না, ছিলেন বার্সারও। সে হিসেবে টোটাল ফুটবলের ছিঁটেফোটা বার্সায়ও আছে। তিকিতাকার মধ্যে টোটাল ফুটবলের ছোঁয়া লেগেছিল। সেটাকেই এখন আবার নতুন করে প্রস্ফুটিত করে তোলার দিকে মনযোগ দিতে চান বার্সার নতুন কোচ।
যাই করুন না কেন কোম্যান, সেটা যে মেসিকে কেন্দ্র করেই করতে হবে, সেটাও জানেন তিনি। বার্সেলোনার দায়িত্ব নিয়ে প্রথম দিনই নতুন কোচ বললেন, ‘জানি না বার্সেলোনায় থেকে যাওয়ার জন্য আমার নিজেকেই এবার মেসিকে বোঝাতে হবে কি না!’’ এটাও সঙ্গে বললেন, ‘মেসিই বিশ্বের সেরা। যে কোনো কোচ তাকে চাইবে। তার সঙ্গে কাজ করতে আমারও দারুণ লাগবে। তাছাড়া জেতার জন্য তো তাকেই প্রয়োচন। তাই মেসি থাকলেই খুশি হব।’
শুধু কথার কথা নয়। স্পেনের কাগজগুলিতে লেখা হচ্ছে, দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মেসির সঙ্গে দেখা করার কথা তার। আর্জেন্টাইন কিংবদন্তিও শুধু এই সাক্ষাতের জন্যই নাকি নিজের ছুটিতে যাওয়া পিছিয়ে দিয়েছেন।
দেখা করে মেসিকে কী বলবেন তা অবশ্য জানাননি কোম্যান। ‘যদি কী বলব আপনাদেরই বলে দিই, তাহলে ওর সঙ্গে দেখা করার তো দরকারই পড়বে না।’ একই সঙ্গে জানিয়ে দিলেন, মেসি যাবে না বার্সা থেকে। কোম্যান বলেন, ‘তার সঙ্গে তো এক বছরের চুক্তি আছেই। আশা করি এখানে এখনও অনেক বছর মেসি খেলবে।’
ক্রুয়েফের স্বপ্নের বার্সার সাবেক কিংবদন্তি কোম্যান কোচের দায়িত্ব নিয়ে পরিষ্কার জানালেন, ক্যাম্প ন্যুতে এ বার টোটাল ফুটবল মন্ত্র হতে যাচ্ছে। তার কথায়, ‘আমি নিজে ডাচ। চাই, বল সব সময় আমার ছেলেদের পায়ে থাকুক। পুরো নিয়ন্ত্রণ নিয়ে ওরা এক-একটা ম্যাচ জিতুক।’
কিন্তু টোটাল ফুটবল প্রয়োগে মেসি ছাড়া আর কারা কোমানের ভাবনায় রয়েছে তা কিন্তু পরিষ্কার হয়নি। বার্সায় কোচ হয়ে প্রথম সংবাদ সম্মেলনে তাকে বলতে শোনা গেল, ‘কারও নাম বলব না। সেটা আমার পছন্দও নয়। আসল ব্যাপার, ক্লাবের জন্য কোনটা সব চেয়ে ভাল, সেটা বুঝে নিজের কাজটা করা। জানি এখানে অনেক অভিজ্ঞ ও প্রবীন ফুটবলার আছে। তাদের নিয়ে সংশয়ও আছে। কিন্তু তার মানে এই নয়, সিনিয়রদের অসম্মান করতে হবে। তা ছাড়া কারও বয়স ৩১, ৩২ বা ৩৩ হয়ে যাওয়া মানেই সে ফুরিয়ে গেছে এমন নয়। সব কিছুই নির্ভর করে তার মধ্যে এখনও কতটা ভাল খেলার তাগিদ অবশিষ্ট আছে, সেটা।’
পাশাপাশি, শুরুতেই কড়া বার্তাও দিয়ে রাখলেন তিনি। বলে দিলেন, ‘বার্সায় থাকতে চায় এমন ফুটবলারদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এখানে খেলতে যদি কারও ভাল না লাগে তা হলে তার চলে যাওয়াই উচিত।’

- পথচারীদের হাঁটাকে সহজ করে দিচ্ছে ডিএনসিসি
- রেল ও সড়কপথ নিরাপদ করতে ব্যবস্থা নেয়া হচ্ছে
- নদী খননে প্রাণ ফিরে পেয়েছে জীব বৈচিত্র্য
- বৈদেশিক ঋণের নীতিমালা শিথিল
- গত বছরের চেয়ে এবার প্রবৃদ্ধি ২.১০ শতাংশ
- আরেকটি স্বপ্ন পূরণের পথে
- ‘২০২১ সালে ৯০ ভাগ সরকারি সেবা ডিজিটালাইজড করা হবে’
- প্রধানমন্ত্রীকে নিয়ে আয়োজিত প্রদর্শনী দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগ
- এনায়েতপুরে ২য় রাউন্ডে বিনামূল্যের পাঠ্যবই পেল শিক্ষার্থীরা
- সিরাজগঞ্জে মরিচের বাম্পার ফলন
- রায়গঞ্জ পৌর নির্বাচনে আ`লীগের বিজয়ী প্রার্থীকে সংবর্ধনা
- শীতকালীন অধিবেশন শুরু কাল, ভাষণ দেবেন রাষ্ট্রপতি
- আরো বেশি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের আহ্বান
- প্রথম দিনই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ দিবেন বাইডেন
- রোজিনার সিনেমায় নিরব-স্পর্শিয়া
- শীতে ট্রেন্ডি সোয়েটার পরে তাক লাগিয়ে দিন
- লেনদেনে খরচ ও হয়রানি রোধে আইডিটিপি প্লাটফর্ম চালু হচ্ছে
- চলচ্চিত্র থেকে শিশুরাও যেন জীবন গড়ার অনুপ্রেরণা পায়-প্রধানমন্ত্রী
- জঙ্গিবাদের শেষ শেকড় উপড়ে ফেলতে চাই: আইজিপি
- রায়গঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল পাঠান বিজয়ী
- শাহজাদপুরে ৩০ জানুয়ারি মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কমিটির বৈঠক
- সিনেমাগুলো সেভাবেই তৈরি করতে হবে যেন পরিবার নিয়ে দেখা যায়
- ইয়াফেস ওসমানের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- মৌসুমের প্রথম শিরোপার হাতছানি বার্সেলোনার সামনে
- মেয়েদের মাসিক কি ও কেন হয় ?
- ওহি নাজিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
- বাংলাদেশের অভ্যুদয় ও ৫০ বছরে বাংলাদেশ
- সিরাজগঞ্জে পৌর নির্বাচনে ৪টিতে আওয়ামী লীগের জয়
- ৬০ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে: ইসি সচিব
- আহমদ শফীকে পরিকল্পিত হত্যা করেন হেফাজত নেতা বাবুনগরী-মামুনুল হক
- জামায়াত-শিবির আর জঙ্গিতে পূর্ণ হেফাজতের কমিটি
- সিরাজগঞ্জে ৮৬ দিনে কুরআনের হাফেজ ১২ বছর বয়সি জাকারিয়া
- কমানো হলো চালের আমদানি শুল্ক
- সিরাজগঞ্জে ‘নব্য জেএমবি’ সদস্য আটক
- সেরা ১০ তরুণ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি অনন্যা
- `একটি সিদ্ধান্তই বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করে দিয়েছে`
- যেসব ভুল কাজ মানুষকে ধ্বংস করে দেয়
- ইসলামিক বিধান মেনে মিটিয়ে নিন ঝগড়া
- পদ্মা সেতুর কাজে ইচ্ছাকৃত দেরি করলে ঠিকাদারের জরিমানা
- প্রভুর সান্নিধ্যের শ্রেষ্ঠ ইবাদত সালাত
- উল্লাপাড়ায় মুজিববর্ষে ঘর পাবে আরও ৪২ টি অসহায় দুস্থ পরিবার
- সাড়ে ৩ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
- ২ মাসে ওমরাহ পালন করলেন ১০ লাখ নারী!
- রায়গঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বাংলাদেশে পড়তে আসতে পারে মালদ্বীপের শিক্ষার্থীরা: রাষ্ট্রপতি
- পরকালে মানুষ যে ৯টি আক্ষেপ করবে
- জঙ্গি দমনে প্রধানমন্ত্রী বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন: কামাল
- যে ৪ আমল থেকে কখনো বিরত থাকা যাবে না
- রায়গঞ্জে দু:স্থ প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ
