বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে কারণে বার্সার বদলে মিয়ামিতে গেলেন মেসি

যে কারণে বার্সার বদলে মিয়ামিতে গেলেন মেসি

একেরপর এক গুঞ্জন। ভক্তদের উৎকণ্ঠা। সব ছাপিয়ে বুধবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্বকাপজয়ী লিওনেল মেসি নতুন দল হিসেবে যোগ দিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। সৌদি আরবের ক্লাব আল হিলাল, স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত মিয়ামিকেই বেছে নেন তিনি।

ভালোবাসার ক্লাব বার্সেলোনাতে পুনরায় যোগ দেওয়ার সুযোগ থাকলেও সেখানে গিয়ে স্প্যানিশ ক্লাবটির বিপদ বাড়াতে চাননি মেসি। কারণ, তাকে নিতে হলে বার্সাকে একাধিক ফুটবলার ছাড়তে হতো। একই সঙ্গে বাকি ফুটবলারদের কমাতে হতো বেতন।

বৃহস্পতিবার (৮ জুন) মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ইন্টার মিয়ামিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে মেসি বলেন, ‘আমি সত্যিই ফিরতে চেয়েছিলাম এবং ফিরতে পারলে খুশি হতাম। তবে আমি বার্সেলোনায় ফিরছি না, ইন্টার মিয়ামিতে যাচ্ছি।’

এরপর মেসি বলেন, ‘নিজের পরিবার, নিজেকে নিয়ে চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। আমি শুনেছি আমার ফেরার জন্য লা লিগা সকল শর্ত মেনে নিয়েছিল। আমি পুনরায় যোগ দিলে বার্সেলোনাকে কিছু ফুটবলার ছেড়ে দিতে হতো, ফুটবলারদের বেতন কমাতে হতো।’

তিনি আরো বলেন, ‘আমি এটার মধ্য দিয়ে যেতে চাইনি এবং এমন কিছুর জন্য দায় নিতে চাইনি। এরই মধ্যে এমন কিছু অভিযোগ পেয়েছি যেগুলোর সঙ্গে বার্সেলোনায় থাকাকালীন সময়ে আমি জড়িত ছিলাম না। আমি নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে চেয়েছি, যার জন্য বার্সেলোনায় ফেরা হয়ে উঠেনি।’

মেসির ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে তার পরিবার। পরিবারসহ বেশ কয়েকটি বিষয় চিন্তা করেই সাউদার্ন ফ্লোরিডায় যাচ্ছেন মেসি। সেখানে মেসির নিজস্ব সম্পত্তি, বাড়ি রয়েছে। অন্যদিকে, সেখানকার লাইফস্টাইলও তাদের সঙ্গে মানানসই।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর