• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

প্রথম ম্যাচেই ধাক্কা খেল আর্জেন্টিনা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

মাঠে বেশ ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলোর ফুটবলাররা। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ভালোভাবেই লড়ছে আর্জেন্টিনার যুবারা। অন্যদিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলাররা উরুগুয়েতে প্রীতি ম্যাচকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে।

উরুগুয়ে অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে হোঁচট খেয়েছে আর্জেন্টিনার কিশোররা। পাবলো আইমারের নেতৃত্বে প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। সেই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলাররা।

দলের পক্ষে একমাত্র গোলটি করেন ভেলেজ সারসফিল্ডের ফুটবলার অ্যালেক্স ভেরোন। প্রথম ম্যাচে হোঁচট খেলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া আর্জেন্টিনা। নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (২৫ মে) মাঠে নামবে দুই দল।   

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ