
সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে পর্যটক বাড়ছে। লুট হওয়া পাথর উদ্ধার করে সেখানে প্রতিস্থাপনের কাজ চলছে। প্রতিদিন নৌকায় করে লুট হওয়া পাথর এনে আবার বসানো হচ্ছে। শ্রমিকেরা পাথরগুলো খালি জায়গায় বসাচ্ছেন। স্থানীয় ব্যক্তিদের আশা, এভাবে কাজ চলতে থাকলে ভোলাগঞ্জ ফিরবে আগের টানে। আবারও ভিড় করবেন পর্যটকেরা ।
১ / ৯
সাদাপাথরের জিরো পয়েন্ট এলাকায় পাথর বসাচ্ছেন শ্রমিকেরা।
২ / ৯
টুকরিতে করে পাথর এনে আবার বসানো হচ্ছে।
৩ / ৯
নৌকায় করে পাথর আনা হচ্ছে সাদাপাথর এলাকায়।
৪ / ৯
খালি জায়গায় পাথর বসানোর কাজ করছেন শ্রমিকেরা।
৫ / ৯
লুট হওয়া স্থানে রাখা হচ্ছে পাথর।
৬ / ৯
প্রশাসনিক কর্মকর্তাদের পরিদর্শন।
৭ / ৯
জিরো পয়েন্ট এলাকায় এসব জায়গা থেকে লুট হয়েছে পাথর।
৮ / ৯
পাথরগুলো আবার সাজিয়ে রাখা হয়েছে।
৯ / ৯
উদ্ধার করা পাথর বসানো হয়েছে।
সূত্র: প্রথম আলো