• রোববার ১১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

সিরাজগঞ্জে মাদকসহ দুই নারী ব্যবসায়ী গ্রেপ্তার

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২  

সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লায় অভিযান চালিয়ে মাদকসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলো, ওই মহল্লার লাভলী বেগম (৪২) ও একই এলাকার মাহদুদপুর উত্তরপাড়া মহল্লার সাবিনা (২৭) এবং তারা ২ জনই গৃহবধূ। ওসি (ডিবি) জাকেরিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। বৃহস্প্রতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ