বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সিরাজগঞ্জে বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল সহ তিন মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল সহ তিন মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর পৃথক মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে  একটি দল সলঙ্গা থানাধীন চড়িয়া মধ্যপাড়া মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন এবং ০১ টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো চট্রগ্রাম জেলার বুজপুর থানার হলুদিয়া সৈনিক পাড়া গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ প্রতাবপুর গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম।

অপরদিকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন কাজীপুর মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  ২৮ (আঠাশ) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর পুকুরপাড় এলাকার লুৎফর রহমানের মেয়ে লতিফা বেগম (২২)। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ হস্তান্তর করা হয়েছে। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: