রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় থানার ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

তারা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের মৃত মোজা শেখের ছেলে মিঠুন শেখ (২৭) ও মঙ্গ গ্রামের মাহালম শরীফ উদ্দিনের ছেলে রিযান শরীফ (২৫)।

ওসি (ডিবি) মানিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: