শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

উল্লাপাড়ায় ট্রেন দূূর্ঘটনা ৪ টি তদন্ত কমিটি গঠন

উল্লাপাড়ায় ট্রেন দূূর্ঘটনা ৪ টি তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইন ত্রুটির কারণে ট্রেন দূর্ঘটনা ঘটেছে বিষয়টি জানিয়েছে পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর ডিআরএম অফিসের নির্দেশে গঠিত কমিটির প্রধান কর্মকর্তা (ডিটিও) মো. আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, প্রাথমিক তদন্তে সিগন্যালের কোনো ধরনের ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।

লাইনের ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে স্থানীয় ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলীর (পিডব্লিউ) ২   কর্মচারীকে জিআরপি থানা পুলিশের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছে।

'রংপুর এক্সপ্রেস' ট্রেনটি দুর্ঘটনায় পড়ার কারণ তদন্তে ৪টি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে রংপুরগামী ট্রেনটি বৃহস্পতিবার দুইটার দিকে  দুর্ঘটনার কবলে পড়ে। উল্লাপাড়া স্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়, যার মধ্যে ইঞ্জিনসহ পাঁচটি বগি আগুনে পুড়ে যায়। আহত হয় অন্তত ২৫ জন।

এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেল মন্ত্রনালয়ের পক্ষ থেকে একটি, পশ্চিমাঞ্চল রেল বিভাগের পক্ষ থেকে দুটি এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি  সহ মোট ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই ৪ টি আলাদা তদন্ত কমিটি কাজ শুরু করেছেন। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: