
সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে জাতীয় কণ্যা দিবস পালিত হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিডিপি ঘুড়কা কার্যালয়ে “আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) নিকোলাস কিস্কুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আনিসুর রহমান, সিরাজগঞ্জ সিডিপির সিডিসি সভাপতি এনামুল হক, শিশু প্রতিনিধি ও সিআরসি চেয়ারপার্সন আফরিনা খাতুন সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক কন্যা শিশু ও ১০ জন অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। উপস্থিত সকল কে প্রতিপাদ্য বিষয়ের উপরে শপথ বাক্য পাঠ করানো হয়। কন্যা শিশুরা যেন, নিজেদের কে সমাজে ভাল ভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই বিষয়ে সমাজের সর্ব স্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যেন প্রতি টি কন্যা শিশু নিরাপদে থাকে কোন ধরণের বৈষমের শিকার না হয়।