মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

শাহজাদপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শাহজাদপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সংগৃহীত

 ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে মশিপুর ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মশিপুর উত্তরপাড়া মিতালী সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত মশিপুর ফুটবল টুর্নামেন্টের সভাপতি ও মশিপুর গ্রাম্য প্রধান আলহাজ্ব আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিতের ঘনিষ্ঠ বন্ধু আলহাজ্ব আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার আলী, মিতালী সংঘ ক্লাবের সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ:

শিরোনাম: