
সংগৃহীত
পৃথিবীর জন্য রহমত হয়ে আবির্ভূত হয়েছেন প্রিয় নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ভালোবাসলেই আল্লাহর প্রিয় হওয়া যায়। দুনিয়ার সবকিছু থেকে অধিক ভালোবাসতে হবে আমাদের প্রিয় নবীকে। এই ভালোবাসাকে আরও গভীর করতে প্রকাশিত হয়েছে সিরাতভিত্তিক নতুন বই ‘নবীজির প্রিয় ১০০’।
বোরআন, হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে লিখিত এ বইটিতে নবীজির প্রিয় খাদ্য, পোশাক, বাহন, পানি পানের পাত্র থেকে শুরু করে নবীজির প্রিয় সাহাবি, চাচা, স্ত্রী, নাতি-নাতনিসহ জীবনের নানা দিক এক মলাটে তুলে ধরা হয়েছে। কোন প্রিয়জনকে কষ্ট দিলে তিনি কষ্ট পাবেন বলে ঘোষণা দিয়েছেন, এসব তথ্যও স্থান পেয়েছে বইটিতে।
‘নবীজির প্রিয় ১০০’ বইটি পাঠকের হৃদয়কে নবীপ্রেমে ভরিয়ে তোলার এক অনন্য প্রয়াস। কোরআন, হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে বইটি প্রস্তুত করা হয়েছে, যা পাঠককে দেবে এক নতুন অভিজ্ঞতা।
নবীপ্রেমে সিক্ত এ গ্রন্থে গল্পের ভঙ্গিতে হাদিস ও ঐতিহাসিক দলিল তুলে ধরা হয়েছে, যেন পাঠক সহজে নবীজির ব্যক্তিগত জীবনযাপনের রসায়ন অনুভব করতে পারেন।
গ্রন্থের লেখক মুফতি আবদুল্লাহ তামিম বলেন, বইটি সাবলীল ও সহজ ভাষায় লেখা হয়েছে, যাতে বড়রা যেমন গভীরভাবে উপকৃত হবেন, ছোটরাও আনন্দের সঙ্গে পড়ে নবীপ্রেমে ভরে উঠবে। আপনার সন্তানদের সিরাতের প্রতি আকৃষ্ট করতে এবং প্রিয় নবীর ভালোবাসায় গড়ে তুলতে এ বই হতে পারে একটি মূল্যবান উপহার।
গ্রন্থটির লেখক মুফতি আবদুল্লাহ তামিমের জন্ম কুমিল্লার পাঠানকোটে। তিনি কওমি মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করেছেন, ভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স, আলিয়া থেকে তাফসিরে কামিল করেছেন।
তিনি কর্মজীবন শুরু করেছিলেন কুমিল্লা জামিয়া মাদানিয়া রওজাতুল উলুমের শিক্ষাসচিব হিসেবে। ২০১৫ সাল থেকে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। এখন পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা চার। গ্রন্থটি আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ এর ১০০ নম্বর স্টল ও অনলাইন বুক শপেও পাওয়া যাচ্ছে।
সূত্র: ঢাকা পোষ্ট