• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

ভূমিকম্পে আশ্রয়হীনদের জন্য হোটেলের দরজা খুলে দিলেন রোনালদো

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩  

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মরক্কোতে। এই ভয়াবহ দুর্যোগের পরও যে সকল দলানকোঠা এখনও দাঁড়িয়ে আছে, সেখানেই মানুষ ছুটছে আশ্রয় নিতে। এই তালিকায় আছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেলও। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শহর মারাক্কেশ রোনালদোর মালিকানাধীন হোটেল পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ একটি চার তারকা হোটেল। ভূমিকম্পের পর আশ্রয়প্রার্থী মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে এই হোটেলটিও।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মারাক্কেশ শহরের এই ভূমিকম্পের পর বেশ কিছু সংগঠন ও ব্যবসায়ী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রোনালদোর পেস্তানা সিআর সেভেন মারাক্কেশও এই বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিলাসবহুল এই হোটেলটি ঘর হারানো অসহায় মানুষদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠছে।

রোনালদোর হোটেলটি মারাক্কেশের পুরনো শহরের এম অ্যাভেনিউতে অবস্থিত।  মরক্কান নির্মাণশৈলিতে নির্মিত ১৭৪ কক্ষ বিশিষ্ট এই হোটেলটি সাধারণত পর্যটকদের আস্তানা হলেও এই মুহূর্তে সেটিকে আশ্রয়কেন্দ্রের রূপ দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ