বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডায়াবেটিস রোগীরা সকালের নাস্তায় কী খাবেন, কী খাবেন না

ডায়াবেটিস রোগীরা সকালের নাস্তায় কী খাবেন, কী খাবেন না

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত সতর্কতা। তাদের খাবারদাবারের প্রতি দিতে হবে বিশেষ নজর। কারণ খাবারদাবারে একটু এদিক সেদিক হলেই ডায়াবেটিস বেড়ে যাওয়ার ভয় থাকে। তাইতো সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে ডায়াবেটিস রোগীদের সকালের নাস্তায় কী খাওয়া উচিত এবং কী উচিত নয় তা জানতে হবে।

পুষ্টিবিদ বরুণ কাত্যালের মতে, ডায়াবেটিস রোগীদের সকালের জলখাবারে চিনি বা সাধারণ কার্বোহাইড্রেটযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত।

এছাড়াও সাদা চিনি, প্যাকেটজাত জুস, ফলের জুস, সাদা ব্রেড, চিনিযুক্ত খাবার, কর্নফ্লেক্স, পেস্ট্রি, প্যানকেক, চকলেট স্প্রেড, জ্যাম, প্যাকেজ করা এবং প্রক্রিয়াজাত খাবার রক্তে সুগারের মাত্রা বাড়াতে পারে। তাই এগুলো এড়িয়ে চলুন। 

** ডায়াবেটিস রোগীদের সকালের চা বা কফি পান না করাই ভালো। তাছাড়া তাজা হোক বা প্যাকেটজাত, জুস একেবারেই চলবে না। গোটা ফল খেতে পারেন। সাদা ময়দা দিয়ে তৈরি রুটি খাবেন না। বরং আটার রুটি খান। মিষ্টি জিনিস যেমন- চকলেট, পেস্ট্রি, প্রক্রিয়াজাত খাবার, কেক ইত্যাদি থেকে দূরে থাকুন।

** ডায়াবেটিসের রোগীরা সকালে বার্লি খেতে পারেন। ওটসের তুলনায় বার্লিতে দ্বিগুণ প্রোটিন এবং অর্ধেক ক্যালরি রয়েছে। এছাড়া ক্ষুধা নিয়ন্ত্রণের পাশাপাশি বার্লি হৃদরোগের ঝুঁকিও কমায়।

** ওটস-ও খেতে পারেন সকালের নাস্তায়। মশলা ওটস বা চিনি ছাড়া ওটস বানিয়ে খেতে পারেন। তবে যা-ই খাবেন, সীমিত মাত্রায়।

** সকালে ডিম খেতে পারেন। ডিম সেদ্ধ, ভাজা ইত্যাদি খেতেও মজা। ভরপুর প্রোটিন ও উপকারি ফ্যাট, ভিটামিন পাবেন।

** সকালে আখরোট বা আমন্ড বাদাম খেলে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের শর্করার মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকে। তবে কাঁচা বাদাম হতে হবে। ৫-৬টির বেশি নয়। শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির জন্য প্রতিদিন কিছু মৌসুমি ফল খেতে পারেন। তবে বেশি মিষ্টি এমন ফলগুলো এড়িয়ে চলবেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর