রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

চকলেট চুরি করেছে মা, রেগে থানায় অভিযোগ করল তিন বছরের শিশু

চকলেট চুরি করেছে মা, রেগে থানায় অভিযোগ করল তিন বছরের শিশু

মায়ের বিরুদ্ধে বাচ্চাদের অভিযোগ সবসময় লেগেই থাকে। তার মধ্যে একটি অভিযোগ সব শিশুরই থাকে। আর তা হলো, মা চকলেট খেয়ে দেয়া না। তবে কখনো কি শুনেছেন মায়ের বিরুদ্ধে চকলেট চুরির অভিযোগ জানাতে থানায় গিয়ে! তাও আবার তিন বছরের শিশু! কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এমনটাই হয়েছে মধ্যপ্রদেশের বুরহানপুর পুলিশ ফাঁড়িতে। তার একটি ভিডিও ভাইরাল হয়েছে।   

ভিডিওতে দেখা যায়, পুলিশ ফাঁড়ির বাইরে বসে সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র লিখছে ঐ শিশুটি। কাগজে ফুটে উঠছে তার কাঁচা হাতের লেখা। থানায় অবশ্য সে একা আসেনি। সঙ্গে পেয়েছে তার বাবাকেও।

শিশুটির বাবা সংবাদমাধ্যমকে জানান, চোখে কাজল পরিয়ে দেওয়ার সময় বায়নাক্কা করছিল ছেলে। সে সময় ছেলের গালে হাত দিয়ে আদর করেছিলেন তার মা। তবে কী শিশুটির অভিযোগ মিছে? ছেলের চকলেট চুরি করেননি তার মা? এ প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। যদিও শিশুর কাণ্ড দেখে হাসির রোল উঠেছে।

ঐ সময় থানার এক নারী কর্মকর্তা, বেশ যত্ন নিয়েই শিশুটিকে সাহায্য করেছেন। শিশুটির কাছে ভান করেছেন, যেন তার অভিযোগপত্র নেয়া হচ্ছে। এরপর অবশ্য তাকে বুঝিয়েসুঝিয়ে বাড়ি পাঠান। 

সূত্র: আনন্দবাজার 

 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: