শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরীক্ষা দিতে এসে করোনায় আক্রান্ত রাবির দুই শিক্ষার্থী

পরীক্ষা দিতে এসে করোনায় আক্রান্ত রাবির দুই শিক্ষার্থী

পরীক্ষা দিতে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের দুই শিক্ষার্থী। তবে তাদের শরীরে তেমন কোনো উপসর্গ নেই।  

মঙ্গলবার রাতের বিষয়টি নিশ্চিত করেছেন আক্রান্তদের একজন।

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার পরীক্ষা করিয়েছি। আজ সকালে তার রিপোর্ট আসে পজেটিভ। আমরা দুজন একসঙ্গে রয়েছি। আমাদের শরীরে তেমন কোন উপসর্গ নেই। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবো।

বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, একজন শিক্ষার্থী ও সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানতে পারছি। বিভাগের তিনজন শিক্ষার্থীর করোনা টেস্ট করা হয়েছে। তার মধ্যে দুজনের পজেটিভ আসে। তাদের পরীক্ষার এখনও অনেকদিন বাকি। আশা করছি এর মধ্যেই তারা সুস্থ হয়ে যাবে। আর যদি না হয় প্রয়োজনে পরীক্ষা পেছানো হবে। শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করে পরে পরীক্ষা নেবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, বিভাগের সভাপতির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। তাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, গত ৩ জুন আবাসিক হলসমূহ বন্ধ রেখে সশরীরে স্থগিত পরীক্ষার গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী কোন বিভাগ চাইলে ২০জুন থেকে সশরীরে পরীক্ষা নিতে পারবে। সে ঘোষণার পর ফাইন্যান্স বিভাগ ২৭ জুন পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে। সে পরীক্ষা অংশগ্রহণ করতেই এসেছিলেন তারা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক