শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ঈদ স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করতে বললেন রাষ্ট্রপতি

ঈদ স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করতে বললেন রাষ্ট্রপতি

করোনাভাইরাসের কারণে ‍সৃষ্ট পরিস্থিতিতে আবারও এল খুশির ঈদ। ঈদ উদযাপনে তাই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন থেকে জানানো হয়, মঙ্গলবার ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। 

বঙ্গভবনের বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনেই। নামাজ শেষে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা বক্তব্য দেবেন তিনি। করোনাভাইরাসের প্রকোপের কারণে দুবছর ধরে বঙ্গভবনে কোনো ধরনের আয়োজন রাখা হয়নি। যদিও আগে ঈদে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন রাষ্ট্রপতি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: