বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩ জন মাদকব্যবসায়ী গ্রেফতার

ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩ জন মাদকব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পৃথক ২টি অভিযানে ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ মার্চ) সিরাজগঞ্জ এবং বেলকুচিতে পৃথকভাবে অভিযানে চালিয়ে ১ কেজি ৫শ’ গ্রাম গাজাসহ ২জনকে এবং ১০ মবোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর থানাধীন একডালা ধোপাবাড়ি মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে মামুন হোসেন (৪০), বেলকুচি থানাধীন নাগগাতি মধ্যপাড়া গ্রামের মৃত আবু বক্কার মন্ডলের ছেলে জেলহজ মন্ডল (৪২) এবং একই গ্রামের মৃত মুল্লুকের ছেলে বেলাল (৩২)। এসময় তাদের কাছে থেকে ১কেজি ৫শ’ গ্রাম গাজা এবং ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানা এবং বেলকুচি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: