বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৪১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৩

৪১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৩

 

চাকরিপ্রত্যাশীদের জন্য আসছে আরো একটি বিসিএস। এটি হবে ৪১তম বিসিএস। এই বিসিএসে নেয়া হবে ২ হাজার ১৩৫ জন। ভাবছেন অনেক সময় বাকি তাহলে ভুল করবেন। তুমুল প্রতিযোগিতামূলক এবং স্বপ্নের এই বিসিএসে টিকতে হলে এখন থেকেই নিন জোর প্রস্তুতি।

৪০তম বিসিএস’র প্রস্তুতির জন্য আমরা প্রায় ১০০টি মডেল টেস্ট দিয়েছিলাম। সেসব থেকে অনেকে উপকৃত হয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় যারা ৪১তম বিসিএস’র জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন। আশা করি উপকৃত হবেন।

গণিত

মডেল টেস্ট -০৩

১. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -

ক. ৩         খ. ২২/৭            গ. ২৫/৯             ঘ. প্রায় ৫

২. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মি এ -

ক. ৫কি.মি           খ. ১০ কি.মি          গ.  ২৭ কি.গ্রাম         ঘ. ১০ নিউটন

৩. ১,৩,৬,১০,১৫,২১ .......ধারাটির ১০ম পদ -

ক. ৪৫                 খ. ৫৫              গ. ৬২            ঘ. ৬৫

৪. পিতা ও মাতার বয়সের গড় ৪৫বছর । আবার পিতা , মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর ।পুত্রের বয়স -

ক.   ৯ বছর              খ. ১৪ বছর            গ. ১৫ বছর            ঘ. ১৮ বছর

৫. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১ । দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮লিটার বেশি হয় তবে পানির পরিমাণ
কত?

ক. ২লিটার           খ. ৪ লিটার           গ. ৬ লিটার       ঘ. ১০ লিটার

৬. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?

ক. ৫০%             খ. ৩০%          গ. ৩৩%            ঘ. ৩১%

৭.১২জন শ্রমিক ৩দিনে ৭২০টাকা আয় করে।তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ আয় করবে -

ক. ৫দিনে             খ. ৪দিনে            গ. ৬ দিনে             ঘ. ৩ দিনে

৮. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮কি.মি ও ৬কি.মি । নদীপথে ৪৮ কি.মি অতিক্রম করে পুনরায় ফিরে
আসতে সময় লাগবে -

ক. ১০ঘণ্টা           খ. ৫ঘণ্টা           গ. ৬ঘণ্টা             ঘ. ৮ঘণ্টা

৯. কোন সংখ্যার ১/২ অংশের সাথে যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে । সংখ্যাটি কত?

ক. ৫৩              খ. ৬৩            গ. ৩৬               ঘ. ৩৫

১০. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?

ক. ৫                  খ. ৩                    গ. ৭              ঘ. ৪

১১. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে । ক একা কাজটি ২০ দিনে করতে পারে ,খ একা কাজটি করতে
পারবে -

ক. ২৫ দিনে             খ. ৩০দিনে        গ. ৩৫দিনে          ঘ. ৪০দিনে

১২.৭২ সংখ্যাটির মোট ভাজক আছে -

ক.  ৯টি              খ. ১০টি                  গ. ১১টি              ঘ. ১২টি

১৩. দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন ,যাদের বর্গের অন্তর ৪৭

ক. ২১ এবং ২২               খ. ২২ এবং ২৩            গ. ২৩ এবং ২৪   ঘ. ২৪ এবং ২৫

১৪. ৯,৩৬,৮১,১৪৪ ....... এর পরবর্তী সংখ্যা কত?

ক. ১৬৯          খ. ২২৫             গ. ২৫৬                   ঘ. ২৭২

১৫.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ । আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে তার পরিসীমা
কত?

ক. ৭০ মিটার            খ. ৭৫ মিটার          গ. ৮০মিটার         ঘ. ৯০ মিটার

১৬. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় ?

ক. ২৬৩          খ. ২৩৩               গ. ২৫৩                        ঘ. ২৪১

১৭.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল -

ক. ৪৯৯৯                খ. ৫৫০১                      গ. ৫০৫০             ঘ. ৫০০১

১৮. দুটি সংখ্যার অনুপাত ২:৩ এবং গ.সা.গু ৪ হলে বৃহত্তর সংখ্যাটি কত ?

ক. ৬                 খ. ১২                   গ. ৮                 ঘ. ১৬

১৯. নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম -

ক. ৬/১১                খ. ৮/১৪                      গ. ৩/৫                      ঘ. ৫/৮

২০. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে-

ক. ৯                 খ. ১২                গ. ১৪                          ঘ. ১৫

উত্তর : ১.খ ২.ঘ ৩.খ ৪.ঘ ৫.ক ৬.ক ৭.খ ৮.গ ৯.গ ১০.ঘ ১১.খ ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.গ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর