বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেরে গেল বার্সা, রিয়ালের বিশাল জয়

হেরে গেল বার্সা, রিয়ালের বিশাল জয়

নিজে দুই গোল করলেও ম্যাচ হেরে যাওয়ায় হতাশ মেসি

দিনের শুরুতে রিয়াল বেটিসের মুখোমুখি হয়ে জোড়া গোল করেছিলেন মেসি। তবুও বার্সেলোনাকে হারতে হয়েছিল ৪-৩ ব্যবধানে। তবে দিনের শেষভাগে মাঠে নেমে ঠিকই জয় তুলে নিয়েছে বার্সার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর মাঠে গিয়ে জয় নিয়ে ফিরে এসেছে তারা ৪-২ ব্যবধানে জয় নিয়ে।

বার্সার হার আর রিয়ালের জয়- অনেকেই হয়তো ভাবতে পারেন তাহলে পয়েন্ট টেবিলে অনেক পরিবর্তন হয়ে গেছে! কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। রিয়াল মাদ্রিদ পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে ঠিক; কিন্তু নিজেদের অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। সেই আগের ৬ নম্বর অবস্থানেই রয়েছে। বার্সেলোনা রয়েছে শীর্ষে। শুধুমাত্র দু’দলের মধ্যে ব্যবধান কমেছে তিন পয়েন্টের। ১২ ম্যাচে বার্সার ২৪ এবং রিয়ালের ২০।

রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন করিম বেনজেমা, সার্জিও রামোস এবং দানি কেবালোস। একটি হয়েছে আত্মঘাতি গোল। সেল্টা ভিগোর পক্ষে দুই গোল করেন হুগো মালো এবং ব্রাইজ মেন্ডেজ। ৮৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন সেল্টা ভিগোর গুস্তাভো ক্যাবরাল।

হুলেন লোপেতেগুইকে বিদায় করে দেয়ার পরই জয়ের ধারায় ফিরেছিল রিয়াল মাদ্রিদ। অন্তর্ভর্তিকালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে সে ধারাটাই বজায় রেখেছে লজ ব্লাঙ্কোজরা। টানা চারটি ম্যাচ জিতেছে রিয়াল।

ম্যাচের ২৩ মিনিটের মাথায় করিম বেনজেমা রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন। লুকা মদ্রিচের কাছ থেকে দারুণ এক পাস কন্ট্রোলে নিয়ে সেটিকে সেল্টার জালে প্রবেশ করান বেনজেমা।

১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার এগিয়ে যায় সফরকারীরা। এবার আত্মঘাতি গোল। যদিও গোলের উৎস ছিলেন বেনজেমা। তার নেয়া শটকে ঠেকাতে গিয়ে সেল্টা গোলরক্ষ সার্জিও আলভারেজের মাথার ওপর দিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন গুস্তাভো ক্যাবরাল।

ম্যাচের ৬১ মিনিটে একটি গোল শোধ করে দেন সেল্টার হুগো মালো। ২-০ গোলে পিছিয়ে থাকার কারণে গোল আদায় করতে রিয়াল রক্ষণে খুব চাপ তৈরি করে সেল্টা। যে কারণে গোল আদায় করে নিতে পারে তারা। দারুণ এক ভলি থেকে গোলটি করেন গুগো মালো।

ম্যাচের ৮৩ মিনিটে সার্জিও রামোস পেনাল্টি থেকে গোল গোল করে ব্যবধান আবারও বাড়ান। ম্যাচের যোগ করা সময়ের শুরুতে দানি ক্যাবালোস গোল করে ব্যবধান করে ফেলেন ৪-১। তার আগেই লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন গুস্তাভো ক্যাবরাল। আত্মঘাতি গোলের পর লাল কার্ড- দিনটাকেই হয়তো সারা জীবন থেকে ভুলে যেতে চাইবেন ক্যাবরাল।

তবে, খেলা শেষ হওয়ার খানিক আগে, যোগ করা সময়ের ৪র্থ মিনিটে আরও একটি গোলের ব্যবধান কমিয়ে আনেন সেল্টা ভিগোর ব্রাইজ মেন্ডেজ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর