মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

অভিষিক্ত পেসার খালেদ আহমেদের বিপক্ষে কোনো জবাবই খুঁজে পাচ্ছিলেন না জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান চারি। তৃতীয় দিনের সকালে দুইবার তার হেলমেটের গার্ড ভেঙে দেন খালেদ। অভিষিক্ত এ পেসারের বিপক্ষে বেশ নড়বড়েই মনে হচ্ছিলো চারিকে।

কিন্তু নিজেকে সামলে নিয়ে চারি নতুনভাবে শুরু করেন খালেদ আহমেদের এক বাউন্সারকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরেই। তবে খালেদের বিপক্ষে সাবধানী ব্যাটিংই করেন চারি। চড়াও হন জিম্বাবুয়ের ইনিংসের দুই উইকেট নেয়া তাইজুল ইসলামের বিপক্ষে। চারির ফিফটিতেই প্রথম সেশনে সমানে লড়েছে জিম্বাবুয়ে।

নিজের প্রথম ১০০ বল থেকে মাত্র ৩০ রান করতে পেরেছিলেন চারি। এরপর ত্রিশ থেকে পঞ্চাশে পৌঁছতে তিনি খেলেন মাত্র ১১টি বল। খালেদকে ছক্কা মারার পরে তাইজুলের এক ওভারেই মারেন তিন চার। ১১১ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। তবে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে দিয়ে তিনি সাজঘরে ফিরে যাওয়ায় খানিক চাপে পড়ে গিয়েছে সফরকারিরা।

চারির পঞ্চাশে অবশ্য অবদান ছিলো বাংলাদেশের ফিল্ডাদেরও। অভিষিক্ত খালেদ আহমদের বোলিংয়েই পয়েন্ট অঞ্চলে চারির ক্যাচ ছেড়ে দিয়েছিলেন তাইজুল। জীবন পেয়েই নিজের ফিফটি তুলে নেন চারি। তিনি জীবন পেয়েছিলেন আরও একবার। মেহেদি হাসান মিরাজের বলে লেগস্লিপে ক্যাচ ছেড়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে এরপর আর তাকে বেশিদূর যেতে দেননি মিরাজ। ঠিক পরের বলেই শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হকের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়ে দেন ১২৮ বলের সংগ্রামী ইনিংসে ৫৩ রান করা চারিকে। আউটটা অবশ্য বেশ অদ্ভূত ছিল। প্রথমে বাংলাদেশি ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউয়ে দেখা যায়, চারির উরুতে বল লেগে সেটা একটু খানি ছুঁয়ে যায় উপরে উঠান হাতের গ্লাভসে। স্নিকোমিটারে যে সূক্ষ্ম স্পর্শটি ধরা পড়েছে। ফলে সিদ্ধান্ত বদল করতে হয় আম্পায়ারকে।

মধ্যাহ্ন বিরতির আগপর্যন্ত এর পরের বাকি সময়টুকু নির্বিঘ্নেই কাটিয়ে দেন জিম্বাবুয়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর এবং শন উইলিয়ামস।

বিরতির ঠিক আগের ওভারেই দলীয় শতক পূরণ হয়েছে জিম্বাবুয়ের। তিন উইকেটে ঠিক ১০০ রান নিয়েই লাঞ্চ ব্রেকে গিয়েছে তারা। স্বাগতিক বাংলাদেশের চেয়ে এখনো ৪২২ রানে পিছিয়ে তারা। ফলো-অন এড়াতে এখনো প্রয়োজন ২২২ রান।

এর আগে দিনের প্রথম উইকেট নেন তাইজুল ইসলাম। আগেরদিন জিম্বাবুয়ে ইনিংসের প্রথম উইকেট নেয়া তাইজুলই নেন নাইটওয়াচম্যান ডোনাল্ড তিরিপানোর উইকেটটি। তিরিপানোকে প্রথম স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়েছেন বাঁহাতি এই স্পিনার। নাইটওয়াচম্যান হিসেবে নামা তিরিপানো ৪৬ বল খেলে করেন ৮ রান।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর