বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় ৩টি পৃথক অভিযান চালিয়ে ২৮৪ বোতল ফেন্সিডিলসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

শনিবার (১৮ জুলাই ) ১২ টা থেকে ০২ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ও বিভাগীয় সহকারী পরিচালক জনাব-আবু আব্দুল্লাহ জাহিদ এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ।

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন বগুড়া টু ঢাকা হাইওয়ে হাটিকুমরুল গোলচত্তর থেকে অনুমান ১/২ কিলোমিটার উত্তরে জামাই ইঞ্জিনিয়ারিং ওয়েন্ডিং ওয়ার্কসপ এর সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃত আসামী হলেন ১ । মোঃ আনারুল ইসলাম (২০),পিতা-মো জামসেদ আলী (ভিক্ষু), সাং-রতনই মারাধার (উত্তরপাড়া), ২। মো আলম হক (২০), পিতা- মো কয়েস হক, সাং-রনতই মারাধার (দক্ষিনপাড়া) ৩। মো জিয়ারুল (৩২), পিতা মোŦ গিয়াস উদ্দিন , সাং- রতনই মারাধার (দক্ষিনপাড়া), সর্ব আসামীর থানা-বালিয়াডাঙ্গি , জেলা-ঠাকুরগাও , ৪। মো মুন্না আকন্দ (১৯), পিতা- মো মোস্তাফিজুর রহমান, সাং-রতনপুর, ইউপি-ধরনজি, ৫। মোŦ বেল্লাল হোসেন (বেউল) (২২), পিতা-মৃত-মোহাম্মদ আলী, সাং-রতনপুর, ইউপি-ধরনজি, উভয়ের থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, ৬। মো নাজমুল হক (১৯) ,পিতা-মিজানুর রহমান, সাং-বাজিতপুর, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রংপুর হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস শাহ ফতেহআলী যাহার নং-ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৭৪ নওগাঁ হতে ঢাকাগামী শাহ ফতেহআলী নামীয় যাত্রীবাহী বাস নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫০০৭। রংপুর হতে কিশোরগঞ্জগামী বিআরটিসি যাত্রীবাহী বাস যাহার নং-ঢাকা মেট্রো-গ-১৫-৫৪২৬ বাসগুলোতে ৩টি পৃথক অভিযান চালিয়ে যথাক্রমে ১৭৪ বোতল, ৭০ বোতল, ও ৪০ বোতল ফেন্সিডিল সহ সর্বমোট ২৮৪ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) সরনীর ১৪(গ) ধারায় ৩টি পৃথক পৃথক মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক