মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সরিষা ফুলে ছেয়ে গেছে ক্ষেত ও ফসলের মাঠ

সিরাজগঞ্জে সরিষা ফুলে ছেয়ে গেছে ক্ষেত ও ফসলের মাঠ

শীতের আগমনী বার্তায় মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সৌন্দর্য মতি সরিষা ফুল। গ্রামের দিগন্ত মাঠ সেজেছে হলুদ সরিষা ফুলের সমারোহে। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় এবার সরিষার আবাদ হয়েছে চোখে পড়ার মতো। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর জেলায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

জেলার নাটুয়ারপাড়া গ্রামের কৃষক আব্দুর রহমান জানান, ভালো ফসল হবে এটাই আশা করছি। তবে কৃষকদের সরিষা চাষে আগ্রহ সৃষ্টির জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বক্ষণিক আমাদের পরামর্শ দিচ্ছেন বলে জানান তিনি। শুভগাছার কৃষক আফজাল হোসেন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা এবং সরিষার ন্যায্যমূল্য পেলে এ অঞ্চলের কৃষকরা ধান চাষের পাশাপাশি সরিষা চাষে আরো বেশি এগিয়ে আসবে। সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের কৃষক শাহজাহান আলী বলেন, বন্যার কারণে তাদের এলাকায় সরিষার চাষ কিছুটা দেরিতে হলেও এখন পর্যন্ত আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হবে।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, মাত্র ১০ শতাংশ জমিতে সরিষা চাষ করলে ছয়-সাত জনের পরিবারের এক বছরের তেলের চাহিদা মিটে যায়। উপজেলায় এবার সরিষার ফলন বেশ ভালো হবে বলে আশা করা যাচ্ছে। বাজারে দাম ভালো পাওয়া গেলে কৃষকের লাভের অঙ্কটা একটু বেশি হবে। তিনি আরো বলেন, জমিতে বিঘায় চার মণ, কোনো কোনো জমিতে পাঁচ মণ সরিষা পাওয়া যাবে। এবার দাম ভালো পেলে আগামীতেও কৃষকরা সরিষা চাষে আরো আগ্রহী হবেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম আলী জানান, আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এ বছর সরিষার বাম্পার ফলন হবে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল হক জানান, সরকারের সরিষা বীজ ও সার প্রণোদনা থাকায় কৃষকরা আগ্রহভরে সরিষা চাষ করেছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর