শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার(১৩ জানুয়ারী) বিকেল পৌনে পাঁচটায় সিরাজগঞ্জ জেলার আলম নগর গ্রামে রাশিদা খাতুন(৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।

রাশিদা খাতুন ওই গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী। এ সময় তার কাছ থেকে ৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাবের একটি দল সিরাজগঞ্জের আলম নগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

অপরদিকে বৃহস্পতিবার(১৪ জানুয়ারী) রাত আড়াইটায় সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা পাবনা বাজার থেকে মো: সাগর হোসেন কবির(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।

সাগর হোসেন দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন উত্তর হরিরামপুর গ্রামের মৃত মুকবুল হেসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাবের একটি দল সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন রায়গঞ্জ চান্দাইকোনা পাবনা বাজার বাসস্ট্যান্ডে অনামিকা হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে দিনাজপুর হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস (HY-Travels ঢাকা মেট্রো-ব-১১-৯৩১৪) তল্লাশী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের  বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। এবং  উদ্ধারকৃত আলামতসহ তাদের উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক