শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে গ্রাম আদালতের মাধ্যমে ১৫ ইউনিয়নে মোটরসাইকেল হস্তান্তর

সিরাজগঞ্জে গ্রাম আদালতের মাধ্যমে ১৫ ইউনিয়নে মোটরসাইকেল হস্তান্তর

স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ২৭ টি জেলার গ্রাম আদালত সক্রিয়করণ  প্রকল্প কার্যক্রম ত্বরান্বিত করতে সহযোগি সংস্থাগুলোর কার্যক্রম সফলভাবে সমাপ্ত করনের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর মধ্যে সিরাজগঞ্জে ১৫টি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও সচিবদের কাছে মোটরসাইকেল সহ চাবি ও প্রয়োজনীয় কাগজ পত্রাদি হস্তান্তর করা হয়েছে। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় কক্ষে সোমবার (১ মার্চ -২০২১) সকালে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ মোটরসাইকেল হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। এসম স্থানীয় সরকার বিভাগের সহকারী উপ-পরিচালক মঈন উদ্দিন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর একেএম. নিজামুল হক সহ সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা, বহুলী, বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি, দৌলতপুর, রাজাপুর, বড়ধূল, ধুকুরিয়াবেড়া, তাড়াশ উপজেলার বারুহাস, মাধাইনগর, তাড়াশ ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলাধীন ব্রহ্মগাছা, চান্দাইকোনা, ঘুড়কা, নলকা, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ গুলোর চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ৯ জানুয়ারি-২০২১ বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের কার্যক্রমকে তরান্বিত করতে গ্রাম আদালতের সহযোগি সংস্থাগুলোর কার্যক্রম সফল ভাবে সমাপ্ত করায় ঐ সংস্থাগুলোর ব্যবহৃত মোটরসাইকেল গুলো গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্পের  অধীন জমা দেন।

গ্রাম আদালত ঐ  ব্যবহৃত মোটরসাইকেলগুলো  ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে দ্রুত সঠিক সময়ে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ব্যবহার করার নিমিত্তে উল্লেখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দায়িত্ব প্রাপ্ত  সচিবদের নিকট মোটরসাইকেল ও মোটরসাইকেলের চাবি সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রদান করেন। গ্রাম আদালতের মাধ্যমে ব্যবহৃত মোটরসাইকেল পেয়ে চেয়ারম্যান ও সচিবগণ গ্রাম আদালত কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই