শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ-২ আসনে সীমানা নির্ধারণে বেকায়দায় বিএনপি

সিরাজগঞ্জ-২ আসনে সীমানা নির্ধারণে বেকায়দায় বিএনপি

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) নির্বাচনী এলাকার সীমানা রদবদলে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনী সমীকরণে হিসেব চলছে ভিন্নভাবে।

এ আসনের বহুলী ইউনিয়ন কেটে যোগ হয়েছে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সঙ্গে। ইউনিয়নটিতে বরাবরই বিএনপির শক্ত দুর্গ হিসেবে পরিচিত। এ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ও ভোটের হিসাবে এগিয়ে রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভার পর সদর থেকে বহুলী ইউনিয়নকে কাজীপুর আসনে যোগ হওয়ার সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

এরপর থেকেই বড় দুই দলসহ দলীয় সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সেইসঙ্গে শহর-গ্রামাঞ্চলেও চলছে নানা গুঞ্জন। তবে ভোটের হিসেব-নিকাশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরের কোলঘেষেই অবস্থিত বহুলী ইউনিয়ন। এ ইউনিয়নটি সাংগঠনিকভাবে শক্তিশালী বিএনপি-জামায়াত। আন্দোলন সংগ্রামে এ ইউনিয়ন বরাবরই ভূমিকা রাখে। নির্বাচন কমিশনের সংসদীয় আসন নির্ধারণের সংবাদের পরই বিএনপি নেতাকর্মীদের মধ্যে হতাশা নেমে আসে।

এ ইউনিয়নে প্রায় ২৯ হাজার ভোট রয়েছে। দলীয় নেতাকর্মীদের মতে এ ইউনিয়ন থেকে বিগত নির্বাচনগুলোতে বিএনপি প্রায় ৮০ শতাংশ ভোট পেতো। যার সামগ্রিক ভোটের হিসাবে জাতীয় নির্বাচনগুলোতে বিএনপিকে জয়ী করতে বড় ধরনের ভূমিকা রাখতো। তবে বর্তমানে ইউনিয়নটি কেটে যাওয়ায় বিএনপির ভোটের হিসাব-নিকাশে বড় প্রভাব ফেলবে এমন আশঙ্কা করছেন বিএনপির অনেক নেতাকর্মীরাই।

বহুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন সরকার জানান, সদরের রাজনীতির সঙ্গে বহুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক নানা কর্মকাণ্ডের একটি অবস্থান ছিল। ভোগলিক কারণে সংসদ নির্বাচনগুলোতে বড় ধরনের প্রভাব রাখতো। তবে এ ইউনিয়ন সিরাজগঞ্জ-১ আসনের সঙ্গে সংযুক্ত হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ইউনিয়ন তথা ইউনিয়নবাসী ক্ষতিগ্রস্ত হলো।

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন জানান, দেশব্যাপী আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তথা সিরাজগঞ্জ জেলার উন্নয়নে সাধারণ জনগণ আমাদের পাশে আছে। এছাড়া এ আসনে ভোটের হিসাবে আওয়ামী লীগ সাংগঠনিক ও রাজনৈতিকভাবে অনেকটাই এখন শক্তিশালী। তবে বহুলী ইউনিয়ন কেটে যাওয়ায় আগামী নির্বাচনে ভোটের ব্যবধান বিগত নির্বাচনের তুলনায় আওয়ামী লীগই বেশি পাবে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-১ আসনটি কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন-সোনামুখী, চালিতাডাঙ্গা, গান্ধাইল, শুভগাছা, কাজিপুর, মাইজবাড়ী, খাজরাজবাড়ী, চরগিরিশ, নাটুযয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, মনসুরনগর ও সিরাজগঞ্জ সদর উপজেলার ৫টি ইউনিয়ন-রতনকান্দি, বাগবাটী, মেছড়া, ছোনগাছা ও বহুলী ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে।

সিরাজগঞ্জ-২ আসনটি সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা, খোকশাবাড়ি, শিয়ালকোল, কালিয়া হরিপুর, সয়দাবাদ ও কামারখন্দ উপজেলার জামতৈল, ভদ্রঘাট, ঝাঐল ও রায়দৌলতপুর ইউনিয়ন নিয়ে নির্বাচনী আসন গঠিত হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই