শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জ সয়দাবাদে খাদ্য বান্ধব কর্মসূচীর ২১০৫ কেজি চাল জব্দ

সিরাজগঞ্জ সয়দাবাদে খাদ্য বান্ধব কর্মসূচীর ২১০৫ কেজি চাল জব্দ

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে  খাদ্যবান্ধব কর্মসূচির দুই হাজার ১০৫ কেজি চাল জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী ও সয়দাবাদ উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।  

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুখিয়াবাড়ী গ্রামের রমজান আলী ওরফে ভাষার বাড়িতে অভিযান চালিয়ে ২৬ বস্তায় মোট ৮০০ কেজি চাল জব্দ করা হয়।

পরে একই গ্রামের আমজাদ হোসেনের বাড়ি থেকে ২০ বস্তায় ৬০০ কেজি ও সয়দাবাদ উত্তরপাড়ার মানিক চন্দ্রের বাড়ি থেকে ২৩ বস্তায় ৭০৫ কেজি চাল উদ্ধার করা হয়। তিনটি অভিযানে মোট ৬৯ বস্তায় দুই হাজার ১০৫ কেজি চাল জব্দ করা হয়।

এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির বলে নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য।

তিনি আরও বলেন, চাল চুরির ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে নিয়মিত মামলা করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশনা দেওয়া হয়েছে। জব্দ করা চাল সয়দাবাদ ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক