শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ সদরের সয়দাবাদে দূরপাল্লার সাত পরিবহনকে জরিমানা

সিরাজগঞ্জ সদরের সয়দাবাদে দূরপাল্লার সাত পরিবহনকে জরিমানা

উত্তরবংগের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবংগগামী দূরপাল্লার সকল পরিবহন যাতায়াত করে।অত্যাধিক গতি সম্পন্ন এই দূরপাল্লার গাড়ীগুলো আইন না মেনেই রাস্তায় বের হচ্ছে। বিপদজনক গতিতে চলাচল করা এসব পরিবহনের কোনটির বীমা নেই, কোনটির চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। আবার কোনটি চলাচল করছে রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন ও ফিটনেস সার্টিফিকেট ছাড়াই।

অথচ আইন না মানার তালিকায় রয়েছ হানিফ,শ্যামলীসহ অন্যান্য আরও নামীদামী অনেক পরিবহন।এই সকল পরিবহনগুলো সরকারের কোটি কোটি টাকা ফাঁকি দিচ্ছে। যার বাস্তব প্রমাণ দেখা যায় গতকাল সিরাজগঞ্জ সদরের বংগবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৭ ( সাত) টি পরিবহনকে জরিমানা মাধ্যমে। উক্ত অভিযান পরিচালনা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার আঃ সাত্তার জানান, গতকাল দুপুরে সিরাজগঞ্জ সদরের বংগবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালান।

এসময় রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ফিটনেস,রুট পারমিট ও বীমা না থাকায় ০৭ (সাত) টি পরিবহনের বিরুদ্ধে মোটর যান অধ্যাদেশ,১৯৮৩ এর আওতায় মামলা দিয়ে মোট ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।এর মধ্যে হানিফ পরিবহনের গাড়ীচালক শাহজাহান,আলমগীর, জাহিদুলকে পাচ হাজার টাকা করে, আঃ রাজ্জাক, সিরাজুলকে দুই হাজার টাকা করে এবং শ্যামলী পরিবহনের গাড়ীচালক মহাদেবকে পাচ হাজার ও মিন্টুকে দুই হাজার সহ সর্বমোট২৬,০০০/- (ছাব্বিশ) হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আদালতের পেশকার আঃ সাত্তার ও বংগবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই