বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে যমুনার চরে বাদামের ভালো ফলন

শাহজাদপুরে যমুনার চরে বাদামের ভালো ফলন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা চরে বাদামের বাম্পার ফলন হয়েছে। যমুনা চর ও তীরবর্তী ৪টি ইউনিয়নের প্রায় ২৫৫ হেক্টর জমিতে এ বছর বাম্পার ফলন হয়েছে বাদামের। এছাড়া এবার ভালো দাম পেয়ে বাদাম চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে।

ইউনিয়নগুলো হলো কৈজুরি, জালালপুর, সোনাতনী, গালা এ বছর প্রতি হেক্টর জমিতে ১ দশমিক ৮ মেট্রিক টন করে বাদামের ফলন হয়েছে। প্রতি মণ বাদাম বাজারে ২ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

অনেক কৃষকের জমি থেকেই বাদাম বিক্রি হয়ে যাচ্ছে। অনেকে আবার এখন বিক্রি করছেন না। তারা রোদে শুকিয়ে ঘরে মজুদ করে রাখছেন। অফ সিজনে বাজারে আরও দাম বাড়লে তখন তারা বিক্রি করবেন। এতে তারা আরও বেশি লাভবান হবেন।

আম্পান ঝড়ের প্রভাব এবং আগাম বন্যায় এ বছর ১ থেকে দেড় হেক্টর জমির বাদাম ডুবে গেলেও ভালো দাম পাওয়ায় এখন তা পুষিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। বাদামচাষিরা জানান, চরে এ বছর বেশি বাদাম চাষ হয়েছে। আগাম বোনা বাদাম বেশি ভালো হয়েছে।

পরে বোনা বাদামের উৎপাদন কম হলেও দাম ভালো পাওয়ায় কৃষকদের লোকসান হয়নি। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম বলেন, আবহাওয়া অনুকূলে ও পোকার আক্রমণ কম হওয়ায় ১৯টি চরে বাদামের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাওয়া যাচ্ছে। আশা করছি আগামী বছর বাদাম আবাদের পরিমাণ বাড়বে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই