মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা, জরিমানা আদায়

শাহজাদপুরে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা, জরিমানা আদায়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অনুমোদনহীন একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ায় এবং বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর পৌরসভার থানাঘাট এলাকায় অবস্থিত নিউ রংধনু হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. শামসুজ্জোহা। এ সময় হাসপাতালটি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়।

হাসপাতাল পরিচালনার কোনো বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালের তত্ত্বাবধায়ক শাহাদৎ হোসেন ও চিকিৎসক আয়শা খাতুনের  কাছ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম খান এবং শাহজাদপুর থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতালে ভর্তি থাকা দুই রোগীকে অ্যাম্বুলেন্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়।

আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. শামসুজ্জোহা হাসপাতালটি সিলগালা করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুমোদনহীন কোনো হাসপাতাল বা ক্লিনিক চালাতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর