শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যেখানে নদী ভাঙন সেখানেই প্রকল্প গ্রহণ করা হচ্ছে

যেখানে নদী ভাঙন সেখানেই প্রকল্প গ্রহণ করা হচ্ছে

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আমাদের নদী মাতৃক দেশের চারদিকেই বিভিন্ন নদ-নদী। সরকার নদী ভাঙন ঠেকাতে ও নাব্যতা ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কারণ নদী ভাঙনে যাদের বসতভিটা বিলীন হয় তাদের মত কষ্ট আর কারও নেই। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেখানেই নদী ভাঙনের খবর পাই সেখানেই ছুটে যাই।

এছাড়া যেখানেই নদী ভাঙন সেখানেই প্রকল্প গ্রহণ করা হয়। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরও বলেন, আমার দাদার কবর ছাড়া বসত ভিটা নদীতে চলে গেছে। এজন্য ভাঙন কবলিত এলাকার মানুষের কষ্ট আমি বুঝি। যত দ্রুত সম্ভব চৌহালীতে যমুনার তীর সংরক্ষণে স্থায়ী কাজ শুরু করা হবে। কাজের মান যেন ভাল হয়, সে জন্য আমি নিজে তদারকির চেষ্টা করবো। যাতে কেউ যেন ভাঙনে ক্ষতিগ্রস্থ না হয়। সে জন্য দ্রুততার সঙ্গে নতুন প্রকল্প দিয়ে কাজ শুরু করা হবে।

বৃহস্পতিবার বিকেলে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনাইন নদীর পাড়ে ভাঙনে ক্ষতিগ্রস্থদের আয়োজনে আলোচনা সভায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল।

এর আগে তারা স্পিডবোর্ট নিয়ে যমুনা নদীর চৌহালী এলাকার প্রায় ৩৩ কিলোমিটার এলাকা পরিদর্শন করেন।

এসময় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবদুল মতিন, টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, ইউএনও আফসানা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু নজির মিয়া, সহসভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি হযরত আলী মাষ্টার, যুগ্মসম্পাদক তাজ উদ্দিন ও ইউপি চেয়ারম্যান আবদুল কাহ্হার সিদ্দিকী উপস্থিত ছিলেন।


আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই