মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ম্যানসিটি ছেড়ে বায়ার্নে লেরয় স্যান

ম্যানসিটি ছেড়ে বায়ার্নে লেরয় স্যান

ম্যানচেস্টার সিটি ছাড়লেন লেরয় স্যান। ইতেহাদ শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জার্মান এই প্লেমেকার যোগ দিয়েছেন স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখে। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বাভারিয়ানরা তাকে দলে ভেড়াল ৫৪.৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে।

২০১৬ সালে ৩৭ মিলিয়ন পাউন্ডে শালকে ছেড়ে সিটিতে যোগ দিয়েছিলেন ২৪ বছরের তারকা উইঙ্গার স্যান। জেতেন দুটি প্রিমিয়ার লিগ শিরোপা। সঙ্গে আছে এফএ কাপ ও দুটি লিগ কাপ ট্রফি। গত বছর সিটির ঘরোয়া ট্রেবল শিরোপা জয়ে অগ্রণী ভূমিকা রাখেন স্যান। যদিও ইনজুরির কারণে চলতি মৌসুমের বেশিরভাগ সময় কেটেছে তার মাঠের বাইরে।

ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির হয়ে ১৩৫ ম্যাচ খেলে ৩৯ গোল করেছেন লেরয় স্যান। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৪৫টি।

জার্মানির জার্সি গায়ে ২১ ম্যাচে মাঠে নামা স্যান বায়ার্নের হয়ে অনুশীলনে নামবেন আগামী সপ্তাহে। যদিও এ জার্মান জায়ান্টদের হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন না তিনি।

আলোকিত সিরাজগঞ্জ