বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুশফিক-আকবর, কার প্রিয় কোনটি?

মুশফিক-আকবর, কার প্রিয় কোনটি?

অসহায় মানুষকে সাহায্য করার জন্য নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছেন মুশফিকুর রহিম। যে ব্যাট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন তিনি। মুশফিকের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও ফাইনালের জার্সি ও গ্লাভস নিলামে তুলেছেন।   

গতকাল শনিবার রাতে শুরু হয়েছে দুই তারকার ব্যাট-জার্সির নিলাম। মুশফিকের ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয়েছে ছয় লাখ টাকা এবং আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভসের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক লাখ টাকা। এ ছাড়া একই প্ল্যাটফর্মে মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ নাঈমের ব্যাটও নিলামে তোলা হয়েছে। সৈকতের ব্যাটের নিলাম ভিত্তিমূল্য ধরা হয়েছে তিন লাখ টাকা, নাঈমের ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক লাখ টাকা। 

নিজেদের ব্যাট নিলাম নিয়ে গতকাল ফেসবুক লাইভে আসেন মুশফিক-আকবর। এক ঘণ্টার বেশি সময় ধরে লাইভে আড্ডার পাশাপাশি দুজন অংশ নেন র‌্যাপিড ফায়ারে। যেখানে দুজনই নিজেদের পছন্দ নিয়ে ঝটপট উত্তর দেন।  

র‌্যাপিড ফায়ারের অংশ তুলে ধরা হলো : 

মুশফিকুর রহিম : 

প্রশ্ন : রোনালদো নাকি মেসি, কে প্রিয়?

উত্তর : অবশ্যই মেসি।

প্রশ্ন : ওয়াসিম আকরাম নাকি ব্রেট লি?

 উত্তর : ওয়াসিম আকরাম।

প্রশ্ন : শেন ওয়ার্ন নাকি মুরালিধরন?

উত্তর : শেন ওয়ার্ন। যদিও তাঁর বিরুদ্ধে খেলার সৌভাগ্য হয়নি। সে একজন কিংবদন্তি।

প্রশ্ন : মাধুরী দীক্ষিত নাকি দীপিকা পাড়ুকোন?

প্রশ্ন : মাধুরী দীক্ষিত। অনেক জুনিয়র আমরা, তাই ওনার মুভি সেভাবে দেখা হয়নি। তবে তিনি অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে। কেউ ১-১২ হলে উনি এতটাই এগিয়ে যে ১৩-১৪ হবেন।

প্রশ্ন : শাকিব খান নাকি অনন্ত জলিল?

উত্তর : সাকিব আল হাসান (হাসি)।

প্রশ্ন : কাচ্চি বিরিয়ানি নাকি তেহারি?

উত্তর : কাচ্চি বিরিয়ানি। যদিও আমি খুব একটা ভোজনরসিক নই, রিচ ফুডও খুব একটা খাওয়া হয় না। তবে বেছে নিতে হলে কাচ্চি বিরিয়ানিই।

আকবর আলী : 

প্রশ্ন : রোনালদো নাকি মেসি?

উত্তর : রোনালদো।

প্রশ্ন : অ্যাঞ্জেলিনা জোলি নাকি এমা ওয়াটসন?

উত্তর : আমি হলিউড মুভি খুব একটা দেখিনি। তবে অ্যাঞ্জেলিনা জোলির একটা মুভি দেখেছি, সে ক্ষেত্রে অ্যাঞ্জেলিনা জোলি।

প্রশ্ন : আইফোন নাকি অ্যান্ড্রয়েড ফোন?

উত্তর : আইফোন।

প্রশ্ন : কাচ্চি বিরিয়ানি নাকি তেহারি?

উত্তর : আমিও রিচ ফুড খুব একটা খাই না। দুটোর মধ্যে হিসাব করলে কাচ্চি বিরিয়ানি।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর