শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মার্কিন প্রতিনিধি পরিষদে হংকং ‘ডেমোক্রেসি অ্যাক্ট’ পাস

মার্কিন প্রতিনিধি পরিষদে হংকং ‘ডেমোক্রেসি অ্যাক্ট’ পাস

হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের চাওয়া একটি আইন মঙ্গলবার পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এ আইনের লক্ষ্য হচ্ছে আধা-স্বায়ত্বশাসিত ওই ভূখন্ডের বেসামরিক নাগরিকদের অধিকার রক্ষা করা। খবর এএফপি’র।

হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্ট সমবর্তিত কংগ্রেসে উভয় পক্ষের সমর্থনে পাস হয়। কংগ্রেসে সাধারনত এমনটা ঘটে না। এ ধরনের আইন পাসে চীন ফের ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক এ বাণিজ্যিক কেন্দ্রে কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা চলায় ‘বিদেশি শক্তিকে’ দায়ী করা হয়।

এ আইনের প্রধান উদ্যোক্তা রিপাবলিকান প্রতিনিধি ক্রিস স্মিথ পরিষদে বলেন, ‘হংকংয়ের অধিকার এবং স্বায়ত্বশাসন রক্ষা করা হবে সরকারের এমন প্রতিশ্রুতির প্রতি আস্থাসহকারে সম্মান জানাতে আজ আমরা চীনের প্রেসিডেন্ট এবং হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যামের প্রতি আহ্বান জানাচ্ছি।’

হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতাদের চীনের মূলভূখন্ডের কর্তৃপক্ষের হাতে তুলে দেয়ার আইনের বিরুদ্ধে হংকংয়ের রাজপথে লাখ লাখ মানুষ নেমে আসে। বর্তমানে আইনটি প্রত্যাহার করে নেয়া হয়েছে।

গণতন্ত্রপন্থীদের মাসব্যাপী এ আন্দোলন সারা হংকংয়ে ছড়িয়ে পড়েছে। এ ভূখন্ডের সক্রিয় কর্মীরা বলছেন, ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে চীনে ফিরে যাওয়ার ব্যাপারে হংকংয়ের ১৯৯৭ সালের দিকনির্দেশনা সম্বলিত একটি চুক্তি থাকা সত্ত্বেও বেইজিং ভূখন্ডটির স্বাধীনতা হরণ করছে।

নগরী কর্তৃপক্ষ মানবাধিকার ও আইনের শাসন মেনে চলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর বার্ষিক এমন সনদ না দিলে যুক্তরাষ্ট্রের সাথে হংকংয়ের বিশেষ বাণিজ্যিক মর্যদার অবসান ঘটাবে হংকং রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্ট।

প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য বিন রয় লুজান বলেন, পরিষদ এ আইন পাসের মধ্যদিয়ে হংকংয়ের জনগণের প্রতি এমন বার্তা পাঠালো যে তারা গণতন্ত্র ও ন্যায় বিচারের লড়াইয়ে এ ভূখন্ডের জনগণের পাশে রয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই